সবার উপকারের জন্য একটা আপস। আশা করছি সবাই ইন্সটল করে নিবেন।

Android ফোন এ প্রতিদিন ওয়েব ব্রাউজার দিয়া কত কিছুই না ব্রাউজ করি। ইংলিশ, বাংলা আর্টিকেল পড়ি। মাঝে মাঝে কিছু ইংলিশ শব্দ খুঁজতে গিয়া ডিকশনারী ওপেন করতে হয়, তখন কিছুটা বিরক্ত লাগে।  আমি আজ আপনাদের একটা অ্যাপস এর নাম বলব যা থাকলে আর কোন কষ্ট করতে হবে না, আপনি আপ্পস টির নিউ ভারসান টি ইন্সটল করে নিবেন

অ্যান্ড ওপেন করে মেনু তে ক্লিক করবেন, ক্লিক করলে যে Drawer টা আসবে তাতে একটা অপশন আছে Display Setting, সেই Display Setting এ গিয়া, শুদু Instant scanning অপশন টি enable করবেন,

এর পর ওয়েব ব্রাউজার এ যত খুসি শব্দ জেনে নিন, ব্রাউজার এ ব্রাউজ করার সময়ে শব্দটির ওপর লং প্রেস করুন, এর পর কপি অপশন টি enable হবে. copy অপশন এ ক্লিক করার সাথে সাথে শব্দ টির মিনিং আপনার সামনে চলে আসবে,

 

আপ্পস টির Display Setting থেকে  ব্রাউজারে শব্দ টির Position থিক করে নিতে পারবেন,

আপ্পস টি দিয়া আপনি চাইলে পুরা article এর মিনিং জানতে পারবেন, আবার শেয়ার করে আপ্পস টি ওপেন করলে তাও জানতে পারবেন, আছে ০.৩ মিলিয়ন শব্দ। যা আপনি আর কথাও পাবেন না,আছে দুনিয়ার সব ধরনের সুবিদা,  Games, FlashCard, MCQ, Games, Parts of speech, English Example, Full List View, GRE IELTS words .

 

ইন্সটল করতে মিস করবেন না, আর  অবশই শেয়ার করে সবাই কে জানাই দিবেন, সবার উপকার হবে, নিচে লিঙ্ক টা দেওয়া হল।

লিঙ্ক

Level 0

আমি আফরোজা সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপু আপনাকে, পুরান জিনিস নিয়ে এত সুন্দর করে বুঝিয়ে টিউন করার জন্য।

onno link asa ki?

অনেক ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য …. আমি অনেক উপকৃত হচ্ছি…. আশা রাখি অন্যরা উপকৃত হবে।