ফোন কে যারা বিভিন্ন রুপে সাজাতে ভালোবাসেন তারা এইদিকে আসুন।আপনার হাতের ফোনটিকে আর বোড়িং লাগবে না কথা দিচ্ছি।

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো।

 

 


 

এতোদিন হরেক রকমের বেস্ট Launcher গুলো আন্নেদের দিয়ে আসছি আজকেও তার ব্যাতিক্রম নয়।এন্ড্রোয়েট কেনার পর থেকেই বিভিন্য ধরনের অ্যাপ গেম Launcher নিয়েই বেশি ঘাটাঘাটি করি।যাইহোক আজ একটি আসাধারন Launcher এর রিভিউ নিয়ে আসলাম।কথা হলো যারা ফোন কে সাজাতে বা বিভিন্য রুপে দেখতে পছন্দ করেন শুধু মাত্র তাদের জন্যই এই টিউন।

এই লাঞ্চারটি প্লেস্টরে সম্পূর্ণ নতুন,সেরা ১০ টি ল্যাঞ্চারের মধ্য একটি এবং কয়েক মিলিয়ন মানুষের ডাউনলোডকৃত।যে ল্যাঞ্চার গুলো ব্যাটারি ড্রেইন করে সেই ল্যাঞ্চার গুলো আমি কখনোই ইউজ করি না।তবে এটাতে তেমন কোন সমস্যা পাবেন না।

কথা বাড়াবো না নিচে দেয়া স্ক্রিনশট গুলো দেখুন জাস্ট।

 


 

AL6 AL5 AL4 AL3 AL2 AL1


 

রিভিউ দেয়ার মতো কিছু নাই আর ১০ টা ল্যাঞ্চারের মতই সকল সুবিধা পাবেন এতে।

তারপরেও

  • একটি আদর্শ Louncher এর সব সুবিধায় পাবেন আপনি।
  • সাইজ মাত্র ৭ মেগাবাইট।
  • অনেক অনেক লক থিম ইউজ সুবিধা।
  • নিজস্ব স্টোর।
  • ব্যবহার করা একদম সহজ।
  • প্রতিটা অ্যাপ পেজে আপনি ইচ্ছামতো আলাদা ছবি সেট করতে পারবেন।
  • অনেক অনেক ফ্রি থিম পাবেন যা দিয়ে অন্য রকম লুকিং করতে পারবেন।
  • Gestures সুবিধা পাবেন বলে সব সর্টকার্ট আপনি Gestures এর মাধ্যমে করতে পারবেন।
  • আপনি চাইলেই নিজের ছবি আইকন বানিয়ে ইউজ করতে পারবেন।
  • ব্যাটারি এবং র‍্যাম ড্রেইন করে না।
  • ফোন সব সময় ফাস্ট রাখে।

 


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।

 


প্রথমে এই লিংক থেকে ল্যাঞ্চারটি ডাউনলোড করুন।এবং ফোন কে আরো স্টাইলিশ বানাতে নিচের লিংক থেকে ছোট ছোট সাইজের থিম গুলো ডাউনলোড করে নিন।মনে রাখবেন থিম ছাড়া Launcher আর লবন বিহীন পান্তভাত একই কথা

 


পেইড কিছু থিম ডাউনলোড করতে ক্লিক করুন → 

 

 

 

 


 

 

আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু।মনে রাখবেন আপনার একটা মতামত কাজ টিউন লেখার উৎসাহ বাড়িয়ে দেয়।

তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

 

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

 

ফেসবুকে আমি

 

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

 

আমার আরো টিউন।

আপনার ফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থেকে খুব বেশি চার্জ খায় বা র‍্যাম খরচ হয়?ফোন রুট করা নাই বলে কি কিছুই করতে পারছেন না?তাহলে এইদিকে আসুন একবার।

আপনার আজান্তেই আপনার ফোনে কি প্রচুর MB খরচ হচ্ছে ?তাইলে কষ্ট করে এই টিউনটি দেখুন,এখন থেকে আর MB নষ্ট হবে না

চলুন ফিরে যাওয়া যাক সেই ছোট বেলায়,মোস্তফা গেম খেলুন আপনার ফোনেই।সম্পূর্ণ নতুন ভার্সন ও নতুন আঙ্গিকে।

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস