ভাষার এই মাসে আপনার ফোন কে সাজান বাংলা ভাষার আঙ্গিকে।নিয়ে নিন বাংলা থিম স্টোর,যেখানে পাবেন বাংলা মিউজিক প্লেয়ার,কল ডায়েলার,কন্টাক্ট লিষ্ট সহ অনেক কিছু একটি অ্যাপেই।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন, না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।


ফেব্রুয়ারী মাস মানেই বাংলা ভাষা দিবসের মাস।আর এই মাসটিকে ঘিরে আমরা অনেক কিছুই করি বা দেখতে পাই।আর তারিই ধারাবাহিকতায় বাংলাদেশি অ্যাপ ডিভলোপারেরা তৈরি করলো বাংলা থিম স্টোর।যেখানে পাবেন বাংলাদেশের বিশেষ বিশেষ দিনের জন্য আলাদা আলাদা থিম।


চলুন দেখে নেয়া যাক অ্যাপটিতে কি কি থাকছে।

  • রিলিজ হবার পরেই অ্যাপটি পেয়েছে ৪.৭ রেটিং।
  • অ্যাপ থিম স্টোরে আপনি সবকিছুই বাংলাতে পাবেন।
  • বাংলা মিউজিক প্লেয়ার,ক্যালেন্ডার,কল ডায়েলার,ক্যামেরা,ভিডিও প্লেয়ার,ক্যালক্লুটর,গ্যালারি সহ অনেক কিছু থাকছে একটি অ্যাপের ভেতরেই।
  • অনেক গুলো অ্যাপ মিলে একটি অ্যাপ তাই স্টোরেজ বা র‍্যামের উপর তেমন প্রভাব পরে না।

এছাড়াও আরো অনেক কিছু থাকছে অ্যাপটিতে।এবং আরো অনেক থিম সামনে রিলিজ হবে।যেহেতু এইটা আমাদের দেশীয় অ্যাপ সেহেতু সবার একবার হলেও ইউজ করা এবং তাদের উৎসাহ দেয়া উচিৎ।

 


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য ইউসি বা ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Download ক্লিক করুন।পরের পেজে Download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।তারপরেও সমস্যা হলে এই লিংক থেকে ভিডিওটা একবার দেখুন।


 

থিম স্টোর ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন এবং থিম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।মনে রাখবেন থিম অবশ্যই ডাউনলোড করতে হবে না হলে চলবে না।

 

 


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

 

আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

বন্ধুদের সাথে মজা করার জন্য নিয়ে নিন ফেইক ফেসবুক ওয়াল।যা দিয়ে চাইলেই আপনি আপনার মন মতো ফেসবুক স্ক্রিনশর্ট বানাতে পারবেন একদম রিয়েল ফেসবুকের মতো।স্ক্রিনশট দেখুন।

মাত্র ২ মেগাবাইট অ্যাপেই পাবেন সব, Antivirus,Battery Saver,Uninstaller,all Booster,Task Killer,Blacklist,Phone Tracker,সহ অনেক কিছু।সম্পূর্ণ পেইড ভার্সন এবং রুটের দরকার নাই।

 নিয়ে নিন প্লেস্টোরের সর্বচ্চ ডাউনলোড এবং বেস্ট ৩টি কল ডায়েলার অ্যাপ।এবার ডায়েলিং,কলিং,এবং কন্টাক্ট লিষ্টে দিন অন্য রকম ভিন্যতা।

নিয়ে নিন অসাধারন একটি Louncher যাতে পাবেন Android Marshmallow 6.0 সহ Xperia,LG,HTC,SAMSUNG এর স্বাধ,প্লেস্টোরে যার মূল্য 4$।মাত্র ৫ মেগাবাইট খরচ করেই ফোন কে দিন অন্যরকম লুকিং সাথে।

আইফোনের জনপ্রিয় একটি ফটো এডিটর অ্যাপ যা এখন আপনার এন্ড্রোয়েট ফোনেই চলবে।ব্যাকগ্রাউন্ড চেইঞ্জ,ব্যাকগ্রাউন্ড ব্লার সহ কি নেই এই ১ মেগাবাইটের অ্যাপে।সম্পূর্ণ পেইড ভার্সন অ্যাপটি একবার হলেও ট্রাই করুন।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

 

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস