রবীন্দ্রনাথের জনপ্রিয় উপন্যাস শেষের কবিতার অডিও সংস্করণ নিয়ে এন্ড্রয়েড অ্যাপ

আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সাথে দারুন একটি এন্ড্রয়েড অ্যাপ শেয়ার করব। আশা করি এপটি আপনাদের ভালো লাগবে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় উপন্যাস শেষের কবিতা নিয়ে প্লে ষ্টোরে তিন চারটি অ্যাপ আছে। কিন্তু আমি একটি অ্যাপের কথা বলব যেটাতে অডিও ভার্সন যুক্ত আছে। তাই এটি অন্যগুলির চেয়ে ভিন্ন। এটার সাইজ ১৭ মেগাবাইটের মত। প্রায় এক ঘন্টার অডিও সংস্করণটি দুটি অংশে বিভক্ত যা অ্যাপের মধ্যেই যু্ক্ত অডিও প্লেয়ারে চলবে।

এটার লিখিত সংস্করণটির অধ্যায় গুলো বাম পাশের ড্রয়ারে রাখা আছে। আর বিল্টইন সুন্দর বাংলা ফন্ট। তাই আপনার ফোনে বাংলা ফন্ট সাপোর্ট না থাকলেও সুন্দর বাংলা দেখা যাবে। আর লেখা বড় করার জন্য আছে জুম বাটন।

ডিফল্টভাবে এটি ইনস্টল হবে এসডি কার্ডে।

কিছু স্ক্রীনশট:

Shesher kabita Screenshot one

 

Shesher kabita Screenshot two

 

Shesher kabita Screenshot three

 

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

বোনাস হিসেবে ছোট্ট আরো একটা অ্যাপের কথা বলি,

এটি হলো নিউজ ব্রাউজার। দেশের জনপ্রিয় বাংলা ও ইংরেজি পত্রিকা গুলির তালিকা আছে। এইটার বিশেষ বৈশিষ্ট হলো এটাতে নেভিগেশন বাটনগুলির অবস্থান। এটিতে নেভিগেশন বাটনগুলি যুক্ত আছে ডানপাশে। ডানে নিচের দিকে যে ঘুর্ণায়মান বাটনটি আছে তাতে ক্লিক করলে অন্যান্য বাটনগুলি দেখা যাবে। কোন একটি বাটনে ক্লিক করলে অটোমেটিক বাটনগুলি হাইড করে দিবে। মেনুর জন্য মোবাইলের মেনু বাটন ব্যবহার করতে হবে। আর এটির বামে রয়েছে ড্রয়ার যাতে আরো কিছু নিত্য প্রয়োজনীয় ওয়েবসাইটের তালিকা আছে। এটি পেতে বাম থেকে ডানে স্লাইড করতে হবে। অ্যাপের সাইজ মাত্র ২ মেগাবাইট।

স্ক্রীণশট:

news browser screenshot oneপ্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

shesher_kobita_logo

আশা করি অ্যাপ দুটি আপনাদের ভাল লাগবে।

ধন্যবাদ

 

ডেভলপার ফেসবুক পেজ এখানে

Level 0

আমি touhid1010। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তৌহিদ। আমি টেকনোলজি নিয়েই আছি। এন্ড্রয়েড আর লিনাক্সে ব্যাপক আগ্রহ আমার। আমি লিনাক্স যতটুকু শিখেছি তা এই টেকটিউন্সের কল্যানেই হয়েছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস