আপনি কি জানেন আপনার ইন্টারনেট প্রভাইডার কম্পানি আপনাকে কতো স্পিডে নেট প্রদান করছে?সকল প্রকার স্পিড টেস্ট করুন ছোট্ট এই প্রিমিয়াম অ্যাপ দিয়ে।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


আমরা কম বেশি সবাই ইন্টারনেট ইউজ করে থাকি।কম্পানি গুলো বরাবর বলে থাকে 1/2Mbps স্পিড দিচ্ছে,আসলেই কি আমরা সেই স্পিড পাচ্ছি?কেমন হয় যদি তাদের সর্বপ্রকার স্পিড টেস্ট করা যায়।হ্যা তেমনি একটি অ্যাপের সাথে আমি আজ পরিচয় করিয়ে দিবো।যদিও প্লেস্টৈরে অনেক রকম স্পিড টেস্ট অ্যাপ পাওয়া যায়।কিন্তু আমি সবসময় চেস্টা করি বেস্টটা খুজে বের করার।আর খুজতে খুজতে পেয়েও গেলাম। অ্যাপটি সম্পূর্ণ প্রিমিয়াম বলে পারফোমেন্স নিয়ে চিন্তা করতে হবে না।


এক নজরে অ্যাপটির রিভিউ দেখে নেই চলুন।

Speed-Test-QoS-3G-4G-WiFi

  • Speed test
  • Browsing test – website loading speed
  • Streaming test
  • চাইলে স্পিড মিটার হিসেবেও ব্যবহার করা যাবে।
  • 3G / 4G coverage & speeds maps
  • 2G, 3G, 4G, Wimax, WiFi & Ethernet speed test.

আরো অনেক ফিচার পাবেন।

Speed-Test-QoS-3G-4G-WiFi2


অ্যাপ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

-:অ্যাপ ডাউনলোড লিংক:-


আমার অনুমতি ছাড়া যদি কেও এই টিউন কপি করে,এবং সে যে ব্লগে টিউন টিউন করবে সেই ব্লগে তার নামে রিপোর্ট করা হবে।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

ঝামেলাহীন ভাবে Poweramp চালানোর জন্য কতো কিই না করলেন,কিন্তু এক টানা ১ মাস চালাতে পারছেন কি?নিয়ে যান Poweramp এর মতো সেইম একটা প্লেয়ার,একদম লেটেস্ট এবং পেইড ভার্সন।

নিয়ে নিন Asus Zenphone এর ডিফল্ট ফ্ল্যাশ লাইট অ্যাপ।ছোট্ট এই অ্যাপে অনেক অনেক ফিচার পাবেন,অন্য ফ্ল্যাশ লাইট অ্যাপ ফেলে দিন আজ থেকে শুধুই এইটা।

এবার নিজের ছবি দিয়ে ইচ্ছামতো স্টিকার,কমিক্স,কার্টুন বানান।সম্পূর্ণ পেইড এবং মুডেড ভার্সন শুধু মাত্র আপনার জন্যই।একবার হলেও টিউনে দেয়া পিক দেখুন ভাল লাগবেই।

নিয়ে নিন ASUS Zenphone এর অরিজিনাল ZenUI Launcher আর ফোন কে বানিয়ে ফেলুন Asus Zenphone।সাথে অনেক অনেক আইকন দিয়ে ফোন কে সাজানোর সুজোগ তো থাকছেই।

নিয়ে নিন টিউবমেট সুপার মুডেড এড ফ্রি এবং ম্যাটারিয়াল ডিজাইন সহ নিউ ভার্সন।এবার ইউটিউব সহ যেকোন সাইটের ভিডিও,অডিও,ফাইল ডাউনলোড হবে মাথা নষ্ট করা স্পিডে। ২ মেগাবাইট সাইজের কাজের অ্যাপটি এখনি ডাউনলোড করে নিন।

 Asus Zenphone ইউজ করতে পারছেন না তো কি হইছে।এই দিকে আসেন,Asus Zenphone এর অরিজিনাল ফাইল ম্যানেজার নিয়ে যান।কি নেই এতে,এক কথায় অসাধারন।

আপনার ফোনের ইন্টারনেট কে লিমিট করে দিন,লিমিট শেষ হলে অটোমেটিক ডিস্কানেক্ট হয়ে যাবে।নেট শেষ হওয়ার পরে উরাধুরা টাকা কাটার দিন শেষ।অ্যাপ সাইজ মাত্র ৯০০ কেবি।

Asus Zenphone 5 অরিজিনাল Camera অ্যাপ,কি নেই এই অ্যাপে।ফটোগ্রাফি এবং সেলফির জন্য এখন পর্যন্ত বেস্ট ক্যামেরা অ্যাপ।অনেক খুজে খুজে পেলাম,একবার ইউজ করে দেখুন আগের সব অ্যাপের কথা ভুলে যেতে হবে মাস্ট।

সেলফি প্রেমিদের জন্য নিয়ে আসলাম অসাধারন একটি প্রিমিয়াম সেলফি ক্যামেরা অ্যাপ।যার তোলা ছবি আপনাকে মুগ্ধ করবেই।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস