আপনার ভয়েস এ যোগ করুন অসাধারণ সব ইফেক্ট

ফোনে কথা বলার অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভয়েসে ইফেক্ট দিতে চান অনেকে। ডিফল্টভাবে কাজটি করা সম্ভব নয়। এ জন্য অ্যাপ ব্যবহার করতে হয়। সহজে ভয়েস ইফেক্ট যুক্ত করার জন্য চমৎকার সব অ্যাপও রয়েছে।
তেমনি একটি অ্যাপ হলো ভয়েস ইফেক্ট। এটি দিয়ে ভয়েস রেকর্ড করা যাবে ও ভয়েসে বিভিন্ন ইফেক্টও দেওয়া যাবে।
অ্যাপটি তৈরি করেছে স্টুডিওজএইচ নামের দেশীয় অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান। প্রায় এক সপ্তাহের মতো সময় লেগেছে অ্যাপটি তৈরি করতে।

us.studiojh.voiceeffects-screen-1=x355 us.studiojh.voiceeffects-screen-2=x355 us.studiojh.voiceeffects-screen-3=x355
এক নজরে দেখে নিন অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
অ্যাপটি ব্যবহার করে নিজের ভয়েসের পরিবর্তন সেইভ করে রাখা যাবে। চাইলে বন্ধুদের কাছে পাঠানো যাবে।
এটি দিয়ে ভয়েস রেকর্ড করে তাতে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট যুক্ত করা যাবে।
রেকর্ড করার পর তা ভয়েস ফাইল গ্যালারিতে অটোমেটিক সেইভ হবে যাবে।
অ্যাপটিতে রয়েছে শেয়ারিং অপশন এর সুবিধা।
রেকর্ড করা ভয়েস রিংটোন বা নোটিফিকেশন টোন হিসেবে সেট করা যাবে।
নিজের ভয়েসকে পরিবর্তন করে বন্ধুদের অবাক করে দিতে নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন অসাধারণ এই এপস্ টি
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোডের নিয়ম:লিংকে গিয়ে Download Now এ ক্লিক করবেন।পরের পেজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য পেজ আসলে ব্যাক করে আগের পেজে যাবেন

আরও টিউনঃ

নতুন মোবাইল কিনার আগে যা করতে হবে আপনাকে

মডেম এর গতি বাড়ান আগের চেয়ে দ্বিগুন সবচেয়ে সহজ পদ্ধতিতে

Level 0

আমি মনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস