শিশুদের কে “বাংলা বর্ণমালা” উচ্চারন করে শেখাবে এপ, দারুন মজার সফটওয়্যার।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, সবাইকে এবং টেকটিউনস কে শুভ ধুপুর জানিয়ে শুরু করছি আজকের টিউন। সবাই ক্যামন আছেন ? আর দুপুরে সবার খাওয়া দাওয়া হয়েছেতোঁ ? না হলে রাতে খেয়ে নিবেন। এবার চলুন আমরা আসল কাজে যাই।

 

আজ আমি আপনাদের কাছে শেয়ার করলাম একটি বাংলা বর্ণমালা শেখার একটি এপ, এই এপের মাদ্ধমে আপনি নিজে নিজের মুখে উচ্চারন না করে, এপের মাধ্যমে উচ্চারন করিয়ে যেকোনো শিশুদের কে বর্ণমালা সেখাতে পারবেন। তাহলে চলু আর দেরি না করে এই এপের সম্বন্ধে ভাল ভাবে জেনে নেই।

 

এইপের নাম এবং লিংকঃ

এপটির নামঃ  হাতে খড়ি (Bangla Alphabet) APK

এপটির লিংকঃ হাতে খড়ি Bangla Alphabet_v1.0.2_.apk

এপটির বৈশিষ্ট্যঃ 

  • বর্ণমালা দেখার সাথে সাথে উচ্চারণ করিয়ে দিবে।
  • শিশুরা নিজের হাতে সংখ্যা লিখতে পারবে।
  • অক্ষর ও শব্দের সাথে জনপ্রিয় ছড়া ও রয়েছে। 
  • এটি সম্পূর্ণ অফলাইনে কাজ করে।
  • অনুশীলনের বাবস্থা ও আছে। 

 

এপটির কিছু স্ক্রীনশটঃ 

আশা করি এই সফটওয়্যার টি আপনাদের উপকারে আসবে, এবং ভাল লাগবে।

আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবে, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।

আল্লাহ্‌ হাফেজ।

 

নিচের লিংকে একটিভ থাকতে পারেনঃ

লাইফ ইজ টেকনোলজি

 

১০০ টি টিউনের লিংকঃ

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ইমাম হাসান আপনাকে এই বাংলা বর্ণমালা এপটি শেয়ার করার জন্য। আপনার কাছে যদি এই ধরণের ইংরেজী বর্ণমালা বা অন্যান্য এপ থাকে তাহলে শেয়ার করতে পারেন। ডাউনলোড লিংক দেওয়ার জন্য ধন্যবাদ।