
[Mega Post]এবার কোন রকম রুট করা ছাড়ায় আপনার ফোনের notification bar চেঞ্জ করে ফেলুন।আর notification bar এ ইচ্ছা আপনার ইচ্ছা মত ফোটো সেট করে নিন।update version.
>
>
>
আমাদের সবার ইচ্ছা থাকে নিজের ফোন টা কে ইচ্ছা মত সাজানো।যেমন notification bar টি কে সুন্দর করে সাজাতে ইচ্ছা করে,আপনারা হয়ত অনেকেই এটা দেখেছেন অনেকের status bar এ নিজের ছবি দিয়ে রেখেছে কিন্তু নিজে পারেন নি।কারণ এই কাজ টা করার জন্য ফোন রুট থাকা লাগে।
কিন্তু ফোন রুট করে এই কাজ টা করতে গেলে অনেক ঝুঁকি আছে।যেমন ফোন যে কোন সময় brick হয়ে যেতে পারে।আর ব্রিক হয়েগেলে অনেক জামেলা গেলে যায়।
>
কিন্তু আপনি এখন কোন রকম ঝুঁকি ছাড়ায় আপনার status bar এ আপনার ফোটো অথবা সুন্দর সুন্দর থিম সেট করতে পারবেন।
>
যারা রুট ইউজার আছেন কিন্তু এখন ভয়ের জন্য status bar টি চেঞ্জ করতে পারেন নি তারা ও এই অ্যাপ টি ব্যবহার করে status bar চেঞ্জ করতে নিন অনেক সুন্দর লাগবে।
>
এই অ্যাপ টি ব্যবহার করা খুব সহজ জাস্ট ওপেন করে থিম বাছায় করেন অথবা অথবা নিজের ফোটো সিলেক্ট করে দিন।
>
রুট ছাড়া এই কাজ করার জন্য ২টি জনপ্রিয় অ্যাপ আছে।২টাই ডাউনলোড করে নিন।২টা ২রকম।অনেক কাজে লাগবে।2 টাই প্রিমিয়াম ভার্সন। মানে ডলার লাগবে।
>
app name:Color status bar premium
Download link: https://tr.im/70u5C
>
app name:Super status bar premium
size: https://tr.im/6wUdw
>
N.B Download করার জন্য Download Now এর পরে click here to download এ ক্লিক করবেন।
আমি শেখ সাদি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।