আরবী ভাষা জানার জন্য নিয়ে নিন Bangla To Arabic এবং Arabic To Bangla ডিকশনারি!!

অনেক ধরনের ডিকশনারি অ্যাপ আমাদের সংগ্রহে থাকলেও আরবী টু বাংলা ডিকশনারি অ্যাপ খুব কম সংখ্যক ছাত্রের কাছেই আছে।কারণ অনেকের ঈ হয়ত জানা নেই যে আরবী টু বাংলা বা বাংলা টু আরবী ডিকশনারি অ্যাপ বিদ্যমান আছে।একজন মাদ্রাসার ছাত্রের জন্য এই অ্যাপটি মাস্ট হ্যাভ অ্যাপ এছাড়া কুর আন এর অর্থ ভালভাবে জানার জন্য বা আরবী ভাষা শিখতে আগ্রহীদের জন্য এই অ্যাপটি আদর্শ অ্যাপ হতে পারে।অর্থাৎ সবার সংগ্রহেঈ অ্যাপটি রাখা উচত।চলুন দেখে নেই এই ডিকশনারি অ্যাপ এর বিশেষ ফিচারসমূহ!
.

*বাংলা শব্দ লিখবেন সেই শব্দের আরবী এসে যাবে আবার আরবী শব্দ লিখবেন তার বাংলা অর্থ এসে যাবে।

*শুধু অর্থই নয় বরং ঐ শব্দের আর কি কি অর্থ হতে পারে অর্থাৎ সমার্থক শব্দ গুলোও এসে যাবে।

*অ্যাপটি ব্যবহারে আলাদা কোন আরবী কিবোর্ড লাগবেনা কারণ অ্যাপটির মাঝেই অ্যারাবিক কিবোর্ড সেটাপ করা আছে!

*MCQ আকারে পরীক্ষা দিতে পারবেন।একটি শব্দ দেয়া থাকবে যার চারটি অপশন থাকবে।এর মাঝে কোনটা সঠিক সেটায় ক্লিক করতে হবে।ভুল হলে কোনটা সঠিক সেটা জানিয়ে দিবে।এছাড়া পরীক্ষা শেষে আপনি কত নম্বর পেলেন সেটাও দেখিয়ে দেবে।

*আপনি শব্দ গুলোকে প্রিয় হিসেবে সিলেক্ট করতে পারবেন এন্ড শব্দ নিয়ে গেম খেলেও আপনার শব্দজ্ঞান বাড়াতে পারবেন।


*এছাড়া আপনার পড়তে সমস্যা হলে বা উচ্চারণ কি হবে জানা না থাকলে এটি উচ্চারণ করেও শুনিয়ে দিবে।
এছাড়াও আরো ফিচার রয়েছে যেটা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

.
ডাউনলোড লিংক:Click Here To Download
ডাউনলোড করতে অবশ্যই OPERA MINI বা UC MINI দিয়ে লিংকে গিয়ে Download Now তে ক্লিক করবেন।অন্য পেজ এলে ব্যাক করে আবার ক্লিক করবেন।পরের পেজে Click Here To Download এ ক্লিক করবেন।
.
টিউন টি কেমন লাগলো?আশা করি টিউন টি দ্বারা কিছুটা হলেও উপকৃত হবেন আর সেটিই এই টিউনের উদ্দেশ্য।
টিউন টি ভালোলাগলে আপনার মূল্যবান টিউমেন্ট জানিয়ে বাধিত করবেন এবং শেয়ার করে সকল কে জানিয়ে দিন।
ধন্যবাদ সবাইকে।আমাদের সাথেই থাকুন।আলবিদা!

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস