আপনার অ্যান্ড্রয়েডের এপস গুলোকে ব্লক করুন ইন্টারনেট কানেকশন থেকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই! {রুট আনরুট সবার জন্য} [অবশ্যই দেখবেন]

কেমন আছেন সবাই? আসা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের এই পর্বে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই কাজের একটি অ্যান্ড্রয়েডের এপস, যার মাধ্যমে আপনারা অনায়াসে যেকোনো এপসকে ইন্টারনেট এক্সেস থেকে ব্লক করতে পারবেন। এপসটির নাম NoRoot Firewall এবং এর ভার্সন হলো v3.0.1। আমরা যারা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করি, তাদের জন্য এই এপসটি অত্যান্ত গুরুত্বপূর্ন। এছাড়াও যাদের অ্যান্ড্রয়েডে Root করা নেই, তাদের জন্য এই এপসটি খুবই কাজের। ইন্টারনেট এক্সেস ব্লক করার জন্য প্লে স্টোরে অনেকগুলো এপস রয়েছে, তবে সেগুলো ব্যবহার করতে হলে আপনার অ্যান্ড্রয়েড অবশ্বই রুট থাকতে হবে। তাই যাদের রুট করা নেই তারা এই এপসটির মাধ্যমে সকল সুবিধাগুলো পাবেন।

Requires Android: 4.0 and up

নতুন এই ভার্সনে যেসকল সুবিদাগুলো পাবেন তা নিচে বর্ণনা করা হল:

  • রুট ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন
  • যেকোনো এপস ইন্টারনেট এক্সেস করতে চাইলে নোটিফিকেশন দেখাবে এবং পেন্ডিং অবস্থায় থাকবে
  • ব্লক করা এপসগুলো পরবর্তিতে আনব্লক করে ইন্টারনেট এক্সেস করাতে পারবেন
  • নির্দিষ্ট নেটওয়ার্ক এর জন্য এপসগুলোকে আলাদা ভাবে সিলেক্ট করে রাখা যাবে
  • ব্যবহার বান্ধব এবং সহজ ইন্টারফেস

তো আর কথা কিসের? এপসটি এখন যদি আপনার ভালো লাগে, তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে এই দারুন এপসটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক:

[বি:দ্র] নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে আপনার ব্রাউজারের Adblock Plus এড-অনটি কিছু সময়ের জন্য ডিজেবল করে নিন, ডিজেবল না করলে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন না। তার পর নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

(=) এখান থেকে NoRoot Firewall v3.0.1.apk ডাউনলোড করুন [1.0 MB]

ডাউনলোড পেজ ওপেন করে Download Now বাটনে ক্লিক করুন। পপ-আপ এড আসলে ক্লোজ করে আবার Download Now বাটনে ক্লিক করুন, তাহলেই ডাউনলোড করতে পারবেন। নিচের চিএটি লক্ষ করুন।

 

আজকে এই পর্যন্তই, টিউনটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্বই টিউমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকুন :)।

 

পূর্বের কিছু গুরুত্বপূর্ন টিউন

Level 0

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস