
আশা করি সবাই ভালো আছেন। এটা আমার 2nd টিউন। আমরা জারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই Winrar Software টির সাথে পরিচিত। এটা দিয়ে আমরা নানা রকম Improtant File যেকোনো Format এ Extract বা Compress করতে পারি। এছারা অনেকে জায়গা বাঁচানোর জন্য File Compress করে। কারন File Compress করলে শেই File এর সাইজ অনেকাংশে কমে যায়। তাছারা Internet থেকে Download করা বিভিন্ন File Compressed ফরম্যাট এ থাকে। তাই এগুলো Extract করে মূল ফাইল বের করা হয়। তাহলে বুজতেই পারছেন এই Software টি কত জরুরি। এরুপ কাজ আমরা জারা Android Phone ব্যবহার করি তাদের Phone এও করতে হয়। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম RAR For Android এর Latest Paid Version সম্পূর্ণ ফ্রীতে। এটা দিয়ে আপনরা যেকোনো ফাইল অথবা একাধিক ফাইল Compress বা Extract করতে পারবেন। এটি Zip থেকে শুরু করে Rar,Tar,Gzip,BZip,iso,tar.gz,BZ2,XZ,7Z সহ নানা রকম ফরম্যাট সাপোর্ট করে এবং আপনি এটি দিয়ে যেকোনো Broken বা নষ্ট হইয়ে যাওয়া ফাইল ফিক্স করতে পারবেন। তাছারা Latest Pro Version 5.30 Paid এর সাথে থাকছে আর চরম চরম মাথা নষ্ট Features। আশা করি এই App টি ব্যবহার করার পর আপনাদের সবার ভালো লাগবে। আমি নিজে এই অ্যাপ টি ব্যবহার করেছি এবং উপকৃত হয়েছি। তবে এটা মাত্র শুরু আজই শেষ নয় এর পর আপনাদের জন্য নিয়ে আসব চরম চরম Latest জিনিস। ধন্নবাদ। ভালো থাকবেন।
আমি মাহমুদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।