এইবার Sound/Voice Record করুন MP3 HQ Quality তে।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।কেননা ফেসবুক এখন পরিষ্কার পরিছন্ন।নেই কোন জ্যাম,নেই কোন জট!
এন্ড্রয়েড নিয়ে নতুন করে বলার কিছু নেই।এটা দিয়ে করা যায় না এমন কিছুই নেই।
আমরা অনেকেই প্রয়োজনীয় লেকচার রেকর্ড করে রাখি।যেমন আপনি ক্লাসে গেলেন,কিন্তু আপনি আপনার নিজের জন্য আপনার ক্লাসে টিচারের লেকচার রেকর্ড করে রাখলেন,পরে বাসায় যেকোন সময় শুনে নিলেন,এতে করে আপনার আগের পড়া মনে পরে যাবে।
কিন্তু অনেকেই অনেক সাউন্ড রেকর্ডার ব্যবহার করেন,কিন্তু সব গুলো পেইড না,আবার অনেক গুলোর সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ যা বলার মত না।তাছাড়া বেশি দূরের সাউন্ড ও রেকর্ড করা যায় না।
তাই আজ আপনাদের জন্য একটী মাথা নষ্ট সাউন্ড রেকর্ডার নিয়ে এলাম এর মাধ্যমে আপনারা হাই কোয়ালিটিতে সাউন্ড রেকর্ড করতে পারবেন তাও আবার MP3 ফরমেটে।তাছাড়া এটি দূরের সাউন্ড খুব সহজেই ক্যাচ করতে পারে।
আর এটি কো ফ্রী এপ না,ব্যবহার করতে হলে আপনাকে ডলার গুণতে হবে।তবে আজ এটি দিচ্ছি ফ্রীতে।

দেরী কেন>??এখুনু নিচ থেকে নামিয়ে ফেলুন এপটি,আর সাউন্ড রেকর্ড করে ফেলুন MP3 তে।
App Name: Hi-Q MP3 Voice Recorder (Pro)
Version:2.1.1
Size:3.7MB
Download Link: এখানে ক্লিক করুন
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে “Create Download Link” Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-অবশ্যই Adblock Plus ব্যবহার করুন।
৫-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।




![ব্লক করুন unwanted কল,Sms,সহজে Calls Blacklist Pro দিয়ে। Best Call Block App [LATEST] ব্লক করুন unwanted কল,Sms,সহজে Calls Blacklist Pro দিয়ে। Best Call Block App [LATEST]](https://dnc.techtunes.io/tDrive/tuner/asifiqbalrm/417209/2016-01-03_204516.jpg)
![Android ফোনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার কালেকশন। [পর্ব ২] আজ নিয়ে নিন আপনার প্রিয় Android ফোনের জন্য সেরা ৬+ টি সফটওয়্যার। আপনাদের প্রয়জনের কথা ভেবেই আজকের কালেকশন। দেখে নিন আপনার কোণটি দরকার Android ফোনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার কালেকশন। [পর্ব ২] আজ নিয়ে নিন আপনার প্রিয় Android ফোনের জন্য সেরা ৬+ টি সফটওয়্যার। আপনাদের প্রয়জনের কথা ভেবেই আজকের কালেকশন। দেখে নিন আপনার কোণটি দরকার](https://dnc.techtunes.io/tDrive/tuner/asifiqbalrm/475942/2016-12-17_232702.jpg)