আপনার অ্যানড্রোয়েড বা স্মার্ট ফোনকে টিভি বানিয়ে ফেলুন

বিসমিল্লাহীর রহমানির রহীম
সালাম নিবেন ৷ সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন ৷ আবারও আপনাদের জন্য একটা টিউন নিয়ে হাজির হলাম আশাকরি সবারই ভালো লাগবে ৷৷ তাহলে শুরু করছি ---

আপনার অ্যানড্রোয়েড ফোনকে টিভি বানিয়ে ফেলুন


অ্যানড্রোয়েড ফোনের জন্য চমৎকার একটি অ্যাপস ৷ এটি রবি কম্পানীকর্তৃক নির্মিত ৷ টিভি বিষয়ক অনেক অ্যাপস নিয়েছেন কিন্তু কাজ হয়নি ৷ এটা সেরকম কোনো অ্যাপস নয় ৷ এটি কাজ করবে ১০০% ৷

এর জন্য আপনার যা লাগবেঃ

★ প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে নিন ৷
ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
★ আগেই বলেছি অ্যাপসটি রবি কম্পানীর ৷ তাই এটি ওপেন করতে রবি সিম লাগবে ৷ অন্য সিম হলে কাজ হবে না ৷

অ্যাপসটির স্কিনশট দেখুন ও নিয়ম নীতি জেনে নিনঃ

① প্রথমে রবি সিমে ডাটা কনেকশন অন করে নিন ৷
② তারপর অ্যাপসটি ইন্সটল করে ওপেন করুন ৷ ফোন নাম্বার দিয়ে অ্যাকটিভেট করুন ৷ তারপর অ্যাপসটি ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ৷
③ অ্যাপসটি ওপেন হলে নিচের ছবির মতো পাতা দেখাবেঃ
Home page
④ তারপর আপনি ছবিতে চিহ্নিত ২নং এ চাপুন ৷ তাহলে আপনি তিনটি ইপশন দেখতে পাবেন ৷ বৈশাখী টিভি, মিউজিক ইন্ডিয়া, ভিডিও সং ইত্যাদি ৷ মনেকরুন আপনি বৈশাখী টিভি দেখতে চান তাহলে বৈশাখী টিভিতে চাপ দিন ৷ এবার নিচের ছবির ন্যায় দেখাবেঃঃ
বৈশাখী টিভি
এবার চিহ্নিত স্থানে চাপুন ৷ কিছুক্ষন অপেক্ষা করুন ৷ তারপর দেখুন বৈশাখী টিভি ৷ নিচের চিত্রের মতঃ
বৈশাখী নিউজ
ফ্রি জোনে কোন ডাটা চার্জ বা টাকা লাগবে না ৷ শুধু ডাটা কানেকশন অন থাকতে হবে ৷

⑤ আরো চ্যানেল দেখতে হলে আপনাকে টাকা ব্যায় করতে হবে ৷ প্রথমে টাকা রিচার্জ করুন ৷ তারপর তিন নং চিহ্নিত স্থানে ক্লিক করুন ৷ তাহলে নিচের ন্যায় দেখাবেঃ
রেজিস্টেশন
⑥ চিহ্নিত স্থানে চাপলে নিচের ছবির ন্যায় দেখাবেঃ
চেকিং
⑦ এবার চিহ্নিত স্থানে চেপে রেজিষ্টশন করলে ৩৪ চ্যানেল ও সাথে অনেক ভিডিও দেখতে পাবেন ৷
এবার ১ নং এ চেপে আপনার চ্যানেল গুলো সিলেক্ট করে (বৈশাখীর অনুরুপ) দেখতে থাকুন ৷ এখানে শুধু রেজিষ্টশনেই টাকা লাগবে তারপর আর কোন টাকা বা ডাট লাগবে না ৷ শুধু ডাটা কানেকশন অন থাকলেই চলবে ৷ বাকিগুলো আপনি নিজেই অ্যাপসটি নিয়নিয়ে দেখুন ৷

অারো তথ্য বা সহায়তার জন্য যোগাযোগ করুনঃ

ইমেইল
ফেসবুকে যোগাযোগ করতে পারেন ৷ ফেসবুক লিংকঃ মোঃ আনোয়ার হোসাইন
গুগল প্লাস এ যোগাযোগ করতে পারেনঃ গুগল প্লাস লিংকঃ
মোঃ আনোয়ার হোসাইন
লিংকডইন এ যোগাযোগ করতে পারেনঃ
লিঙ্কইন লিংকডঃ
মোঃ আনোয়ার হোসাইন
ধন্যবাদ সবাইকে ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় ৷ খোদাহাফেজ

Level 0

আমি আনোয়ার হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম -মোঃ আনোয়ার হোসেন পিতার নাম-মোঃ আবু বকর ছিদ্দিক মাতার নাম-মোছাঃ আজিরন বেগম


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস