নিয়ে নিন প্লেস্টোরের সবচেয়ে বেশি রেটিং পাওয়া VPN অ্যাপ আর নির্ভেজাল ভাবে ফেসবুক ব্যবহার করুন কানেকশন লস ছাড়াই!.

ফেসবুক সহ হোয়াটসঅ্যাপ, ভাইবার ছাড়াও আরো কিছু সামাজিক যোগাযোগের মাধ্যম গুলা বন্ধ রয়েছে এ কথা আমরা সবাই জানি। কিন্তু নতুন খবর হলো খুব শীর্ঘই ফেসবুক অপেন হচ্ছেনা গতকালকের খবরে এমনটিই বলা হয়েছে! তাই আরো বেশ কিছুদিন ভিপিএন ব্যবহার করেই আমাদের ব্লক সাইট গুলো এক্সেস করতে হবে :(ইতিমধ্যে আমরা বেশ কিছু ভিপিএন অ্যাপের সাথেই পরিচিত হয়েছি। এর মধ্যে Super Vpn, Fast Vpn, betternet Vpn, Hola Vpn উল্লেখযোগ্য! প্রায় প্রতিদিনই বিভিন্ন ভিপিএন অ্যাপ নিয়ে টিউন হচ্ছে তাই আমাদের কাছে ব্যাপারটি বেশ সহজই হয়ে গিয়েছে বলতে হবে।

কিন্তু আজ আমি যে ভিপিএন এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটির প্লেস্টোর পাব্লিক রেটিং উপরের উল্লেখিত সকল অ্যাপের রেটিং থেকে বেশি(4.6/5) তার মানে এটার কাজ দারুণ হবার কথা তাইনা?হ্যা সত্যিই তাই। চলুন VPN Master এর কিছুু বৈশিষ্ট্য একনজরে দেখে নেই


ফিচার:

  • ভিপিএন এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটু পরপর এটির স্পিড স্লো হয়ে যায় না।
  • কানেকশন ফেইল বা ডিসকানেক্ট হবার আপাত চান্স নেই। একবার কানেক্ট করেই দীর্ঘসময় ব্যবহার করতে পারবেন।
  • VPN Master অ্যাপটি অটোমেটিক ভাবে তার সার্ভার ঠিক করে নেয়। এছাড়া একটি সআরআর্ভার সললো হয়ে গেলে অন্য সার্ভারে যাওয়ার জন্য পপয়াপ আসবে
  • এটি প্রায় ১ জিবি পর্যন্ত সার্ভিস দিবে অর্থাৎ ১ জিবি ব্যবহারের পূর্বে ডিস্কানেক্ট হবেনা!
  • অপেক্ষাকৃত কম সময়ের মাঝেই ভিপিএন কানেক্ট হয়ে যায় এবং এটির ডাউনলোড -আপলোড স্পিড নোটিফিকেশন বারে দেখাতে থাকে। অনেকটা ইন্টারনেট স্পিড মিটারের মতো। এছাড়া স্পিড মিটার
  • ফ্লোটিং ভাবেও দেখা যাবে। আপনি চাইলে সেটিং থেকে ফ্লোটিং মিটার কে অফ করে দিতে পারবেন বা যেখানে খুশি সোয়াপ করে রেখে দিতে পারবেন।

সো এখুনি ডাউনলোড করে নিন অসসাম এই ভিপিএন অ্যাপটি আর নিশ্চিন্তে ফেবু চালাতে থাকুন। আমার কাছে দারূণ লেগেছে আশাকরি আপনাদের ও ভাললাগবে। তবে যেহেতু এটি ফ্রি ভার্সন তাই মাঝেমাঝে কিছু অ্যাড দেখতে পাবেন।

VPN Master

অফিশিয়াল প্লেস্টোর ডাউনলোড @ VPN Master

টিউনটি ভাললাগলে টিউমেন্ট বক্সে আপনার টিউমেন্ট জানাবেন। সবার সাথে শেয়ার করে সবাইকে ব্যবহার করার সুযোগ করে দিন।

ধন্যবাদ সবাইকে। আমাদের সাথেই থাকুন।

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস