!!মাই কম্পিউটার ব্রাউজার!! এখন থেকে আপনার মাই কম্পিউটার চালান, ইন্টারনেটের ব্রাউজারের মতো। [জানতাম বিশ্বাস করবেন না, তাই নিজেই ব্যবহার করে দেখুন]

বিস্মিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম। পাঠক ভায়েরা আপনারা ক্যামন আছেন ? আশাকরি ভালই আছেন, আপনাদের জন্য আল্লাহ আমাকে ও ভাল রেখেছেন।

আজ আপনাদের জন্য এক অবিশ্বাস্য সফটওয়্যার নিয়ে হাজির হলাম। যা আপনারা ব্যবহার না করলে বিশ্বাস করবেন না।

সফটওয়্যার টির নাম হল ক্লভার, এই সফটওয়্যার টি আকধরনের ব্রাউজার, কিন্তু সেটা ইন্টারনেট এর জন্য না, বরং আপনার পিসির মাই কম্পিউটার এর জন্য।

এই ব্রাউজার এর মাধ্যমে আপনি নতুন ট্যাব নিতে পারবেন, বুকমার্ক এর মতো সেভ করে রাখতে পারবেন। মানে সব কিছু নেট ব্রাউজার এর মতো। তারপর এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কপি পেস্ট করার জন্য। নতুন করে উইন্ডো নেয়া লাগবেনা, নতুন ট্যাব নিলেই হবে।

আনেক পরিচয় হল এবার কি করে চালাবেন সেটা বলিঃ

প্রথমে সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিনঃ মাই কম্পিউটার ব্রাউজার।

লক্ষ করুন দেখতে কিন্তু আকদম মাই কম্পিউটার এর মতো, খেয়াল করে দেখুন উপরের বার কিন্তু নেট ব্রাউজার এর মতো। নিউ ট্যাব নেয়ার বাটন আছে, বাটনে ক্লিক করলে নিউ ট্যাব ওপেন হবে।

এবার আপনি নিউ উইন্ডো ছাড়াই নেট ব্রাউজার মতো, একি উইন্ডো টে অনেক ফোল্ডার ওপেন করে কাজ করতে পারবেন, যা আপনার কাজের জন্য অনেক সহজ হবে।

তাহলে আর দেরি ক্যান এখনি নামিয়ে কাজ করুন সহজে।

তাহলে আজ এই পর্যন্ত, আশা করি আপনাদের কিছু উপকারে আসতে পারব, এবার দেখা হবে নতুন কিছু নিয়ে, সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

আপনাদের উপকারের জন্য, নিচে কিছু টিউনের  আইডি দিয়ে দিলাম, দেখে নিবেন যদি কাজে আসে।


আপনার কম্পিউটার এর উইন্ডোস ভারি হয়ে গেলে কি করে তা আবার হালকা করবেন।

আর USD $ নয়, এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই

এবার আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেই কি করে করবেন

বাংলা ধাঁধাঁ.apk

এবার মাথা নষ্ট করা, ক্যামেরায় জুম দিন একটি এন্ডরইড সফটওয়্যার দিয়ে

একের ভিতর সব।

যারা উইন্ডোজ ১০ bootable করতে পারছেন না, তারা ২ মিনিট একটু কষ্ট করে এদিকে আসুন।

এবার কম্পিউটার চালু রেখে নিশ্চিন্তে যেখান খুশী সেখানে চলে যান, যদি মনে চাই হারায় যান, পিসি নিজের মতো করে ঘুমাই পরবে।

এবার আপনার মোবাইলে কম্পিউটার এর মত ভিডিও দেখুন, সাথে নিজের ইচ্ছা মত মোবাইলে অন্য কাজ করুন।

যারা না দেখে এবং খুব দ্রুত ইংলিশে টাইপ করতে পারেন না, তাদের জন্য আজকের টিউন।

প্রাই হাজারের মত লিংক নিয়ে নিন।

ফটো টিউমেন্ট নিয়ে নিন ২০১৫

এন্ডরইড অ্যাসিস্ট্যান্ট ১.৫ মেগাবাই এর সম্পূর্ণ আপডেট ভার্সন, পুর মাথা নষ্ট করার মত ফিচার

যারা ফেসবুক হ্যাকিং, এস কিউ এল হ্যাকিং, ডাটাবেজ হ্যাকিং শিখতে চান, তাঁরা এদিকে আসুন।

এবার মোবাইলে ভুল করে কিছু ডিলিট হয়েগেলে আর আফসোস করা লাগবেনা।

এবার আপনার পিসি থেক বিপদজনক সফটওয়্যার কে রেমুভ করে, আপনার পিসি কে খতিগ্রস্থ থেকে রক্ষা করুন

এবার মাখ্রাজ সহ সহিহ ভাবে উচ্চারণ করে কোরআন শিখুন।

"নামাজ আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত", তাই মুসলিম ভায়দের প্রতি লক্ষ করে বলছি কেউ এড়িয়ে যাবেন না-আপনার নামাজ কি পুরনাঙ্গ ভাবে সহিহ হয় ? না হলে একটু এদিকে আসুন, ১০টা মিনিটএর জন্য।

আর এখানে অখানে ফানি স্টিকার না খুজে, নিয়েনিন সব স্টিকার মাত্র ছোট্ট একটি এপসে।

আপনার ৩জি স্পীড ৫০% বাড়িয়ে নিন।

কিভাবে লক করা ফোল্ডার ভেঙ্গে আপনার বাক্তিগত ডাটা উদ্ধার করবেন, এক মিনিটের মধ্যে শিখে যান।।

আর কষ্ট করে সময় দেখার জন্য মোবাইল অন করা লাগবে না। এখন থেকে মোবাইলের ঘড়ি আপনাকে বলে দিবে এখন কত বাজে।

আপনার মোবাইলে কি পাসওয়ার্ড দেওয়া ? সেই মোবাইলে কি কেও ভুলভাল দিয়ে খোলার চেষ্টা করেছে ?।

ফেসবুক এর জন্য অনেক ভিপিএন চালিয়েছেন। এখন থেকে ভিপিএন ছাড়াই সুপার ফার্স্ট স্পীডে আপনার মোবাইলে ফেসবুক চালান।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরাই চকাম একখান জিনিষ দিলা মামা।

atato windows ten a asa softowar dorkar ki

    আপনি মনে হয় বঝেন নাই, টিউন টা আরেকবার ভাল করে পড়ুন, এখানে উইন্ডোজ ১০ এর toolbar এর কথা লেখা হয়নাই।
    এখতু কষ্ট করে আরেক বার দেখুন, আর যদি তাতে ও না বুঝেন তাহলে সফটওয়্যারটি নামিয়ে দেখুন,
    ইন্টারনেট ব্রাউজার আর এই সফটওয়্যার এর মধ্যে মিল কথাই ?

awesome mama… :v thq… ^_^