নিয়ে নিন অনেক কাজের কাজী অসাধারণ একটি অ্যাপ Android Assistance এর লেটেস্ট ম্যাটেরিয়াল ভার্সন!!!

এন্ড্রয়েড স্মার্টফোনের সবচেয়ে পরিচিত অ্যাপগুলোর মাঝে Android Assistance অন্যতম।মূলত নামেই এর পরিচয়।এন্ড্রয়েড ফোনকে স্মুথ, স্পিডি রাখতে এর জুড়ি নেই।App to SD তে অ্যাপ মুভ,ফাইল ম্যানেজার,সাউন্ড ম্যানেজার,সিস্টেম ইনফো,বুস্ট-কেচ ক্লিয়ার,অ্যাপ দ্রুত ইন্সটল -আনইন্সটল, অ্যাপ ব্যাকআপ -রিস্টোর সহ কি নেই এই অ্যাপে!!প্রত্যেক এন্ড্রয়েড ব্যবহারকারীর জন্য এটা একটি মাস্ট হ্যাভ অ্যাপ!!!
.
সত্যি কথা বলতে এই অ্যাপ টি সবসময় আমার অ্যাপ ড্রয়ারে শোভা পায়! যতবার ঈ কাস্টম রম ফ্লাশ দেই বা সেট রিসেট দেইনা কেন সবার প্রথমে যে অ্যাপগুলো ইন্সটল দেই তার মাঝে এই অ্যাপের সিরিয়াল দ্বিতীয় তে,আর প্রথমে সাধারণত রিদ্মিক কিবোর্ড টি ইন্সটল করা হয়।
.
এর ফিচার,পার্ফমেন্স সম্পর্কে বিস্তারিত নতুন করে কিছুই বলার নেই আপনারা সবাই খুব ভালভাবেই জানেন এটি কিভাবে,কতভাবে কাজ করে থাকে।এবার এই প্রিয় অ্যাপটির লেটেস্ট ভার্সনে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে আর লুকিং করা হয়েছে ললিপপ ম্যাটেরিয়াল এছাড়াও থিম চেঞ্জ করার অপশন ও অ্যাড করা হয়েছে।
.
কিন্তু সাইজ??সাইজ মাত্র ২.৪২ এম্বি! 😉 তো আর দেরি কেনো এক্ষুণি ডাউনলোড করে নিন অসাধারণ এই অ্যাপটির সর্বশেষ ম্যাটেরিয়াল ভার্সন!!

.

ডাউনলোড লিংক:Click Here To Download
.
ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে প্রবেশ করে Create Download এ ক্লিক করবেন।প্লেস্টোর এ গেলে বা অন্য ট্যাব অপেন হলে ব্যাকে এসে আবার Create Download Link এ ক্লিক করবেন।
.
টিউন টি ভাল লাগলে টিউমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না।আমাদের একবার অনুপ্রেরণা আমাদের কয়েকটি ভাল টিউন করার উৎসাহ যোগায়
ধন্যবাদ সবাইকে।আমাদের সাথেই থাকুন।

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস