আমার প্রিয় ভাই বোনদের জন্য নিয়ে আসলাম এমন একটা অ্যাপ্পস। যা না থাকলেই নয়।

অতি অল্প কষ্টে মজার মজার ইংলিশ সিখতে হলে এই অ্যাপ্পসএর কোন জুড়ী নেই। আপ্পস তার নুতন ভার্সন এ MCQ অপশন টি অ্যাড করা হইছে। যা দিয়া আপনি গ্রামার এর অনেক গুলা Rules  হাঁসতে  হাঁসতে নাচতে নাচতে শিখতে  পারবেন সব কঠিন কঠিন নিয়ম,

কষ্ট  করে সাইফুরস এর ওয়ার্ড খুঁজতে হবে না, অ্যাপ্পস এর ইম্পরট্যান্ট অপশন টিতে ৫০০০ ওয়ার্ড আছে, যা সিখলে saifurs অ্যান্ড GRE  এর প্রায়  সব ওয়ার্ড শিখা হয়ে যাবে, এই ছাড়া ও আছে প্রায় ২৫০০০০ শব্দ, যা অন্য যে কোন আপ্পস এর চাইতে ৫ গুন বেশী।

আর যারা ইংলিশ শিখতে আগ্রহী না তারা একটু দূরে সরে দাঁড়ান প্লীজ,এইটা আপনাদের জন্য না।

যা যা আছে  অ্যাপ্পস টিতে।

i) ৫০০০ GRE & saifurs বুক এর মত ইম্পরট্যান্ট ওয়ার্ড।

ii) Total ২৫০০০০ word.

iii) MCQ সিখতে পারবেন.

i) ইংলিশ টু বাংলা।

ii) বাংলা টু ইংলিশ।

iii) ইংলিশ টু ইংলিশ বর্ণনা দেওয়া আছে।

iv) ওয়ারপেপার এ শব্দ সেট করার সুবিদা।

v) প্রিয় অ্যান্ড হিস্ট্রি শব্দ গুলা  শেয়ার করা।

vi) শেয়ার করে শব্দের অর্থ বাহির করা।

vii) প্রতিদিন ৪ টা  শব্দ সিখার খুব সুন্দর ব্যবস্থা।

সেটিং গুলা বুজার জন্য অনেক গুলা অপশন আছে। প্রতি পেইজ এই হেল্প আছে। হেল্প গুলা পড়লে সমস্যা হবার কথা না।

শব্দ শেয়ার এর অপশন টা কঠিন লাগতে পারে। তাই একটু করে বলে দিলাম।

(ওয়েব সাইট এর কোন  শব্দটির ওপর লং প্রেস করুন দেখবেন browser ওপরে শেয়ার করার অপশন এনাবল করেছে, তখন শব্দ টি বা পুরা প্যাঁরাগ্রাপ সিলেক্ট করে শেয়ার করেন অভিধান টি দিয়ে, তখন পুরা প্যাঁরাগ্রাপ ট্রান্সলেট হয়ে যাবে তখন শব্দ গুলা চাইলে অ্যাড করতে পারবেন প্রিয় শব্দের তালিকাতে,)

MCQ option টি পাবেন navigation drawer মদ্দে।

সব কন্ট্রোল করার সুবিদা। যেমন রং, সাইজ, আরও আছে অনেক অনেক সেটিং ইন্সটল না করে যাবেন না কিন্তুু।

লিঙ্ক

 

 

Level 0

আমি আফরোজা সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস