❄এন্ড্রয়েডে এবার মিউজিক সহ নিজের গাওয়া গান রেকর্ড করুন একদম শিল্পীদের মতো!!!!!!❄

আলোচনা:

কে না চায় শিল্পীদের মতো নিজের গাওয়া গানটায় ও মিউজিক দিয়ে গাইতে?আমি কিন্তু অনেক চাইতাম।চেষ্টা করতে করতে যেটুকু সফল হয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই টিউন করতে বসা।

ট্রিকটি খুব ঈ সিম্পল। কিন্তু তবু আমি নিশ্চিত এটি আপনাকে অভিভূত করবে।অনেকেই অনেক আগে থেকে আমাদের বিভিন্ন ভাবে বলে আসছিলেন কিভাবে মিউজিক দিয়ে গান গাইবো আমরাও অনেক এপ পেলেও পারফেক্টলি একটি এপ ও পাইনি তাই বারবার হতাশ ঈ হতে হয়েছে।কিন্তু এবার সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে।এবার আপনি মিউজিক সহ দিয়ে গান গেয়ে রেকর্ড করবেন খুব সহজেই।কাজে নামার আগে প্লিজ টিউন টি কয়েকবার ভালভাবে পড়ে নিবেন।

.
▶বিস্তারিত:
প্রথমেই বলেছি এটা অনেক সহজ একটি ট্রিক।কিন্তু আপনি সব গান মিউজিক সহ গাইতে পারবেন না সেটি করতে হলে আপনাকে ক্যারাওকে তৈরি করে নিতে হবে।আর ক্যারাওকে তৈরি করতে পিসিতে Audacity এপ ব্যবহার করতে হবে.ইউটিউবে এ নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে।

যাদের পিসি নেই বা ক্যারাওকে তৈরি করতে পারছেন না তারা যেসব গানের ক্যারাওকে তৈরি করা আছে সেসব গানের সুরের সাথে নিজের কন্ঠ যোগ করে রিয়েল সংয়ের স্বাদ নিতে পারবেন।এখন মুল আলোচনায় আসা যাক।
.
প্রথমে আপনি যে গান টিতে নিজের কন্ঠ সেট করতে চান সেটি ইউটিউব এ সার্চ দিন।যেমন Tum hi Ho Song Karaoke With Lyrics। "হিন্দি জনপ্রিয় গানগুলোর ম্যাক্সিমাম ক্যারাওকে পাবেন কিন্তু বাংলা গান সব পাবেন না"সেক্ষেত্রে ইউটিউব এ সার্চ দিবেন এভাবে Bangla Songs Karaoke With Lyrics.
.
⏩এখন যে গানটি সিলেক্ট করলেন সেটি ইউটিউব থেকে ডাউনলোড করে নিন বা যাদের Wifi বা ব্রডব্যান্ড লাইন আছে তারা সরাসরি ইউটিউবে স্ট্রিমিং করেই কাজটি করবেন।এবার গানটি ভাল করে কয়েকবার শুনুন যাতে সুর, তাল ঠিক রাখতে পারেন।

.

⏩প্রথমে এই এপটি ডাউনলোড করুন: Click Here For Download
ডাউনলোড শেষে ইন্সটল করে সেটিং এ গিয়ে Sample Quality 44.1khz করে দিন।
.
এখন আপনি যদি ইউটিউব এপ দিয়ে স্ট্রিমিং করেন তাহলে গানটি ইউটিউবে স্ট্রিমিং করে মিনিমাইজ করে রাখুন আর যদি ডাউনলোড করে থাকেন তাহলে Mx Player এ গানটি জাস্ট চালু করে পুশ করে রাখুন।এবার ব্যাকগ্রাউন্ড এ এসে Smart Voice Recorder এপ চালু করে রেকর্ডিং অন করুন এখন ইউটিউবে গিয়ে বা Mx player এ গিয়ে ভিডিওটি রিজুম করেন।
.
ভিডিওতে সুরের সাথে লিরিক্স উঠবে আর আপনি লিরিক্স দেখে দেখে খালি গলায় গান গাইবেন।ইয়ারফোন দিয়ে নয়।


গান গাওয়া শেষ হলে Smart Voice Recorder এপে গিয়ে Finish এ ক্লিক করে সেভ করুন এবার শুনে দেখুন অবাক না হয়ে পারবেন না।

.
এই ট্রিকটির সফলতা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।একবার ভাল না হলে বারবার মনোযোগ সহকারে চেষ্টা করুন।আপনি যতোটা ভালভাবে করবেন ততোটাই সফল হবেন।
.
প্রমাণ স্বরুপ আমার করা একটি গান দিলাম,যেটা এই ট্রিকের মাধ্যমে তৈরি করা।
Download My Song(ARK)

ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে প্রবেশ করে Create Download এ ক্লিক করবেন।প্লেস্টোরে গেলে ব্যাক করে আবার create এ ক্লিক করবেন

হোপ আপনারাও সফল হবেন।আমি ইম্প্রেসড, আশা করি আপনারাও উপভোগ করবেন।
.
*আমাদের টিউনগুলো ভাল লাগলে টিউমেন্ট করে আপনার মূল্যবান টিউমেন্ট জানাবেন।
*অনেকেই এই ট্রিকটা জানেনা তাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
*টেকবিষয়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এবং সবসময় নিজেকে আপডেট রাখতে টেকটিউনস এর সাথেই থাকুন।ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস