
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। এর আগে এই সম্পরকে কোনো টিউন হয়েছে কিনা আমার জানা নেই যদি হয়ে থাকে আমি ক্ষমা চাইছি। আমার মনেহয় অনেকেই আরকম একটা এপ এর সন্ধানে ছিলেন যা আপনারা এন্ড্রয়েড এ ব্যবহার করে সুধু ইউটিউব কেনো পৃথিবির সকল সাইট থেকে ভিডিও প্লে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই এক ক্লিক এ ডাউনলোড করতে পারবেন। শুধু তাই নয়, এর মাদ্ধমে আপনারা অন্যান্য ফাইল ও এক ক্লিক এ ডাউনলোড করতে পারবেন। নিচে এপ টির কিছু স্ক্রিন শট দিলাম। আর একটি কথা এই এপটি আপনি প্লে-স্টোরে পাবেন না।
১. টিউব মেট- ডাউনলোড-Link-1 (get link এ ক্লিক করে পরের পেজে ক্যাপচা টাইপ করে ডাউনলোড এ ক্লিক করুন)ডাউনলোড-Link-2
২. এম্পিথ্রি ভিডিও কনভার্টার-ডাউনলোড-Link-1 , ডাউনলোড-Link-2
প্রথম এ এপ টি ওপেন করলে নিচের মত স্ক্রিন দেকতে পাবেন। আমি এখানে ইউটিউব থেকে একটি নাটক ডাউনলোড করা দেখিয়েছি।

ডাউনলোড বা প্লে করার জন্য নিচের দেখানো বাটনে ক্লিক করতে হবে।

তারপর এমন আসবে। আপনি যত রেজুলেশন এ ডাউনলোড বা প্লে করতে চান সেটা সিলেক্ট করে Download বা Play বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ। দেখুন ডাউনলোড হচ্ছে।

অন্যান্য সাইট থেকে ডাউনলোড এর জন্য নিচে দেখানো বাটনে ক্লিক করুন।

এখানে অনেক গুলো ভিডিও ডাউনলোড করার সাইট আগে থেকে দেওয়া থাকে। আপনার কাঙ্ক্ষিত সাইট না থাকলে নিচে দেখানো বক্সে সার্চ দিন।

যেকোনো রেজুলেশনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আর একটি কথা সেটা হলো ১৯২০*১০৮০ পিক্সেলের বা তার বেশি রেজুলেশন এর ভিডিও ডাউনলোড করলে শুধু ভিডিও ডাউনলোড হবে সে ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দ্বিতীয় এপ টা ইন্সটল করা থাকলে আর কনো সমস্যা হবেনা।

আজ এই পর্যন্তই। আসা করি কোনো সমস্যা হবেনা, সমস্যা হলে অবশ্যই টিউমেন্টস করবেন। সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেয।
আমি মোঃ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।