
আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারন Graphics কোয়ালিটি সম্পন্ন গেইম নিয়ে যার নাম হল”Hercules: The Official Game”।নাম শুনেই বুঝে গেছেন গেইমটি Hercules অফিসিয়াল গেইম। Hercules আমাদের সবার পচ্ছন্দের Hero। বিটিভিতে ছোটবেলায় যখন Hercules দেখতাম তখন অবাক হয়ে যেতাম,একজন মানুষ এত শক্তির অধীকারি কিভাবে হয়। এবার আমাদের সবার প্রিয় Hero Hercules গেইম খেলব এন্ডোয়েড মোবাইলে। গেইমটির Apk+Data মিলিয়ে Total 68 MB।
গেইমটি কিভাবে Install দিবেন যেনে নেন:
১.প্রথম গেইমটি ডাইনলোড করুন যা ৬৮ মেগাবাইট মানে Apk+Data File সহ।
২.ডাউনলোড শেষ হলে ফাইলটি UnZip করুন।
৩.UnZip করার পর দেখবেনে একটি ফোল্ডার আছে,যার ভিতরে ২টা ফাইল আছে।
৪. ফোল্ডার ভিতর থেকে ”com.glu.hercule” ফাইলটি হল ডাটা ফাইল,এই ফাইলটি Copy করে....SDcard0/Android/Obb Past করুন।
৫.তারপর 2_hercules_the_official_game.apk ফাইলটি Install দেন,তারপর খেলতে থাকুন অসাধারন গেইমটি।
Game Features:
High-Quality Graphics
5 Companions for the Hero
Various weapons and equipment
Battles with other Players
File-Name: Hercules The Official Game
File-Size: 68 MB
Current Version: 1.0.0
Requires Android: 4.0.4
লিখাটি পূর্বে প্রকাশিত হয় এখানে
ভাল App ও গেইমের জন্য ভিজিট করুন এখানে
গেইমটি কেমন লাগল জানাতে ভুলবেন না 😎
নতুন নতুন এন্ডোয়েড গেইম ও App পেতে লাইক দেন আমার FaceBook পেজে এখানে। Follow করুন Twitter / Google Plus.
আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন।
আমি রিকু ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৪. ফোল্ডার ভিতর থেকে
”com.glu.hercule” ফাইলটি হল
ডাটা ফাইল,এই ফাইলটি Copy
করে….SDcard0/Android/Obb Past
করুন।
.
past করমু ? হেইডা কেমতে করে?