
আস্সালামু আলাইকুম। প্রযুক্তি প্রেমী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। ব্যস্ততার কারনে নিয়মিত আপনাদের জন্য টিউন নিয়ে উপস্থিত হতে পারি না। তবে কিছু দিন পর আবার সেই আগের মতো ফিরে আসব আপনাদের মাঝে। আজ আপনাদের জন্য আমি একটি প্রয়োজনীয় অ্যাপস নিয়ে আসলাম। তাই বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফিরে আসি।
ফটোগ্রাফিতে সাবজেক্টকে ফোকাস বা ডিফোকাস করা অনেক জনপ্রিয়। ডিএসএলআর এ এই ফোকাস সুবিধা থাকলেও সাধারণ মোবাইল ক্যামেরাগুলোতে এই সুবিধা নেই। কিন্তু এখন এই ফ্রী এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ‘ইজি ফোকাস’ দিয়ে খুব সহজেই ফোকাস বা ডিফোকাস ইফেক্ট দেয়া যাবে।
বিভিন্ন সাধারণ টুল যেমনঃ ইমেজ জুম ইন, জুম আউট অপশন ছাড়াও ফোকাস করার জন্য সার্কুলার ফোকাস, ইমেজ রোটেশন, আনডু, রিসেট ইত্যাদি অনেক ফিচার রয়েছে। ইমেজের যে অংশটুকু ফোকাস করতে হবে সেই অংশটুকু সিলেক্ট করে ফোকাস ইফেক্ট দেয়া যাবে।সার্কুলার ফোকাস অর্থাৎ ফটোর যেই স্থানে ফোকাস ইফেক্ট দিতে হবে সেই স্থানে সার্কুলার লেন্সটি ড্রাগ করে প্লেস করে দিতে হবে। ফোকাস সাইজ কাস্টমাইজ করা যাবে ফোকাস কন্ট্রোল বাটন ব্যবহার করে। এছাড়াও রয়েছে রেকট্যাঙ্গল ফোকাস, সিলেকটিভ ফোকাস,ফোকাস ফ্লিপ ফিচার। ইমেজের কোয়ালিটিও বাড়ানো যাবে ইমেজ ইনহ্যান্সমেন্ট টুলের মাধ্যমে। সব মিলিয়ে ফোকাস করার জন্য সেরা একটি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন।গতবছরের নভেম্বরে রিলিজ হওয়া ইজি ফোকাস এপ চমৎকার কাজের এই ফ্রী এন্ড্রয়েড অ্যাপলিকেশনটি ডাউনলোড নিচে থেকে ডাওনলোড করুন।
Name: EasyFocus.apk
Size: 266 Kb
আপনাদের যদি আরও কোন মজাদার এপস এর প্রয়োজন হয় আমাকে টিউনমেন্টে বলতে পারেন। আমি অবশ্যই এপটি আপনার জন্য শেয়ার করবো। সেটা পেইড হোক কিংবা ফ্রী। আমি শেয়ার করবো। আর আমার টিউনস যদি ভাল লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রিয় টিউনসে যুক্ত করুন।
এখন ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ভাল লাগার মতোই যদি হয় তো ভাল লাগবে না কেন?
ভুল হলে ক্ষমা করবেন। সমস্যা হলে টিউনমেন্ট করবেন। অবশ্যই সমাধান দেব। আজকের মত বিদায় বন্ধুরা।
ধন্যবাদ, ভাল থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে আগামী টিউনে।
আমি জাহাজ্ঞীর সিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
virus file disos kn?