ফাটাফাটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস! মোবাইল নাম্বার দিয়ে দেখুন আপনার বন্ধু এখন কোথায় আছে (নতুন)।

আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি প্রতিদিন কিছুনা কিছু এন্ড্রয়েড Software/Games আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগে জানিনা। তবে আশা করি ভালোই লাগে। আমি সবসময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারি। যাই হোক বেশি কিছু বলতে চাইনা। আজ আমি আপনাদের সাথে প্রতিদিনের মত একটা নতুন এন্ড্রয়েড Software শেয়ার করব।আমি এগেই বলে রাখছি আজকের এপটি আমার কাছে খুবই গুরুত্তপূর্ণ। আপনার কাছে কেমন লাগবে জানিনা। তবে আমি আজ যে এপটি শিয়েয়ার করব তা একটু ভিন্নরকম।আসলেই এটি একটি ভিন্নরকম এপ। এটি এমন একটি এপ যা দিয়ে আপনি আপনার বন্ধু/পরিবারের সদস্য ঠিক কোথায় আছে তা আপনি মোবাইল নাম্বার এর সাহায্যে ম্যাপের মধ্যে দেখতে পারবেন। তো আপনি তো বুঝতেই পারছেন যে এটা কি ধরণের এপ। তো ডাউনলোড করুন। আর কুনো সমস্যা হলে জানাবেন।তবে আমি আগেই বলে রাখি এই এপটি এর আগে কেউ শেয়ার করেছে কিনা জানিনা তবে এটা আমি প্রথম শেয়ার করছি। তো যদি আপনারা এটা প্রয়জনিয় মনে করেন তাহলে ডাউনলোড করুন।
*  File Name: Phone Tracker–GPS Tracking.Apk

 

     

আশা করি Softwareটি আপনাদের উপকারে আসবে। আপনার কাজে সহযোগিতা করবে।

আপনাদের যদি আরও কোন মজাদার এপস এর প্রয়োজন হয় আমাকে টিউনমেন্টে বলতে পারেন। আমি অবশ্যই এপটি আপনার জন্য শেয়ার করবো। সেটা পেইড হোক কিংবা ফ্রী। আমি শেয়ার করবো। আর আমার টিউনস যদি ভাল লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রিয় টিউনসে যুক্ত করুন।

এখন ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ভাল লাগার মতোই যদি হয় তো ভাল লাগবে না কেন?

ভুল হলে ক্ষমা করবেন। সমস্যা হলে টিউনমেন্ট করবেন। অবশ্যই সমাধান দেব। আজকের মত বিদায় বন্ধুরা।

ধন্যবাদ, ভাল থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে আগামী টিউনে।

Level 0

আমি জাহাজ্ঞীর সিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উভয়ের মোবাইলে কি এ্যাপ লাগাতে হবে , নাকি যে কোন নাম্বার দিলে লোকশন ট্রাক করবে?

১… একটা ভিডিও এপস আছে। যা দিয়ে ভিডিও করে সেভ করলে। সব উল্টা হয়। মানে ভিডিও এর শেষের জিনিশ আগে আসে।
exmple : একটা কাগজ ছিরে ফালালাম, তাহলে ভিডিও করলে আসবে ছিরা পাতা আমার হাতে আসতেছে।

এপসটা দরকার

The room two গেমটা দিতে পারবেন

ভাইয়া, Please, Go backup & restore pro আ্যাপ‌রি ভিষণ দরকার। App টি Share কর‌লে অ‌নেক উপকৃত হব।