
আসসালামুআলাইকুম, প্রিয় টেকটিউনস বাসী।। আমি সিকদার জাহান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।আমি আপনাদের দোয়ায় ভালই আছি। ভাল থাকবনা কেন বলুনতো, আপনাদের সাথে থাকলে কি আর খারাপ থাকা যায়।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব Marshmallow লঞ্চার। এই লঞ্চার টি তৈরী করেছে AlphaDroid.এটি তৈরী হয়েছে অ্যান্ড্রয়েড এর নতুন ভার্সন Marshmallow এর আদলে। এই লঞ্চার আপনার ফোন কে করে তুলবে অ্যান্ড্রয়েড Marshmallow.অনেক সুন্দর ফীচার যুক্ত হইছে। এটি দিয়ে আপনি এপ হাইড করতে পারবেন,ফোল্ডার কাস্টমইজ,ফোল্ডার কালার কাস্টমইজ সহ গেস্টটার সাপোর্ট পাবেন। তাছাড়া এটি স্ট্যাবল এবং অনেক ফাস্ট লঞ্চার।টি আপনার ফোন কে Marshmallow ভার্সন এর সাদ দিবে। বেশি কিছু বলার নেই। ব্যবহার করেই দেখুন। আমার খুব ভাল লেগেছে। আশা রাখছি আপনাদেরও ভাল লাগবে। আর ভাল লাগবেই না কেন অ্যান্ড্রয়েড ৬.০ বলে কথা। সত্যি দারুন।
ফীচার সমূহ :
- স্লাইড স্ক্রিন
- ফুল নতুন ইন্টারফেস
- ১০০ এর অধিক কাস্টমইজ অপসন
- ১০০% স্ট্যাবল
- ফোল্ডার কাস্টমইজ
- এপ হাইড
- গেস্টটার সাপোর্ট
- ফোল্ডার কালার কাস্টমইজ
————————–
Name: MarshmallowLauncherPrime1015_crc.apk
Size: 5.1Mb
————————–
কিভাবে ব্যবহার করবেন ?
- ডাউনলোড করুন
- ইনস্টল করুন স্বাভাবিক ভাবে
- এনজয়
এখন ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ভাল লাগার মতোই যদি হয় তো ভাল লাগবে না কেন?
ভুল হলে ক্ষমা করবেন। সমস্যা হলে টিউনমেন্ট করবেন। অবশ্যই সমাধান দেব। আজকের মত বিদায় বন্ধুরা।
ধন্যবাদ, ভাল থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে আগামী টিউনে।
আমি জাহাজ্ঞীর সিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।