অসাধারণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপস – ১

আসসালামু আলাইকুম |

কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন!

অনেক আগে থেকেই আমি, সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির এই সোসিয়াল নেটওয়ার্কের নিয়মিত পাঠক কিন্তু এখন পর্যন্ত কোন টিউন করার সাহস পাইনি |তবে ভবিষ্যতে যদি আপনাদের অনুপ্রেরণা পাই তবে নিয়োমিত লিখতে পারব ইনশাআল্লাহ!

টেকটিউনস-এ এটা আমার প্রথম পোষ্ট! তাই যেকোন ভুল-ত্রুটি ক্ষমার আবেদন রইল |

আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস শেয়ার করছি সেটা হয়ত অনেকেই ব্যবহার করেন আবার অনেকে ব্যবহার করেন নি |

অ্যাপসটির নাম: WordPress.. (Automattic, Inc)

আশা করি যারা ওয়ার্ডপ্রেস cms এ কাজ করেন তাদের জন্য এটি অনেক কাজে দিবে |

এর মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস প্লাটফর্মের যে কোন সাইট পরিচালনা করতে পাবেন |

খুব সহজেই আপনি পোষ্ট করা, পেজ তৈরি/এডিট করা, নতুন ক্যাটাগরি তৈরি করা, সম্পূর্ন এডমিন প্যানেল সহ আরও অনেক কাজ করতে পারবেন |

অ্যাপস নিয়ে কোন প্রকার সন্দেহ নেই কেননা এটি wordpress.org (Automattic, Inc) থেকেই তৈরি করা |

ডাউনলোড করুন:

আর পরিশেষে টেকটিউনসের Admin/Modarate দের কাছে অনুরোধ থাকবে যেন খুব শিগ্রই মোবাইল ভার্সন/মোবাইল থীম ব্যবহারের সুযোগ দেয়া হয়!

আপনাদের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি! (আল্লাহ হাফেজ)

এর আগে আমার বাংলা ব্লগে প্রকাশিত: alamin.me

Level 0

আমি আল আমিন ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিটিতে এবং Ashiktech.com এরকম post চাই