
আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন।
তখন চিন্তা করতাম বড় হয়ে একটা ভিডিও গেমের দোকান দেব, যেটাতে দুটা মেশিন থাকবে। তার একটাতে আমি সাড়াদিন গেম খেলব।
আজকে এতদিন পর গেমটার কথা মনে করে নেট থেকে নামালাম। মন ভরে খেললাম তিনবার। আর এখন বসেছি আপনাদের সাথে শেয়ার করতে।
তাহলে আর দেরি না করে Cadillacs and Dinosaurs of Mustafa PC Game ডাউনলোড করে নিন।
আর যারা এন্ডয়েড এ খেলতে চান তারা ডাউনলোড করে নিন এখান থেকে।
ডাউনলোড মোস্তফা গেম apk
আশা করি গেমটি ভাল লাগবে।
প্রথমে আপনি গেমটি সেটাপ করুন, তারপরে গেমটি ওপেন করুন, এবার ৪-৫সেকেন্ট পরে আপনার কিবোর্ড থেকে Esc বাটন চাপুন তাহলে উপরে একটি বার আসবে সেখানে Game এ ক্লিক করে Load এ ক্লিক করুন এখানে একটি নাম পাবেন Cadillacs & Dinosaurs এটা সিলেক্ট করে Load এ ক্লিক করুন তারপর F1 এ প্লে হবে। F2তে কয়েন। Ctal এ ফাইট। Alt এ লাফ দিবে। আর আপনার অ্যারো কি থেকে আপনি যেদিকে নিতে চান নিতে পারবেন।
Game টি বন্ধ করতে চাইলে আবার আপনার কিবোর্ড থেকে Esc প্রেস করুন এবার Exit প্রেস করুন।
মোবাইল থেকে খেলার নিয়মঃ
ওপেন করে ওকে প্রেস করতে থাকুন, কিছুক্ষণ পরে চালু হবে, এরপরে 5 বাটনে ফাইট করে, * বাটনে লাফ দেয়, # বাটনে গুরো মারে, 2 বাটনে উপরে যায়, 8 বাটনে নিচে যায়, 4 বাটনে বাম পাশে যায়, 6 বাটনে ডান পাশে যায়।
আমি শহর আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর পোষ্ট, এক সময় গেমটা আমারও খুব প্রিয় ছিল 🙂
একি সাথে
আপনার এই তথ্য প্রযুক্তি ঞ্জান শেয়ার করুন আমাদের সাথেও
http://e-mestori.com