Duet ডুয়েট! গেমটি আপনাকে ১০০% রাগিয়ে দিতে সক্ষম

খুব বেশি দিন হয়নি, প্লে স্টোর ঘাঁটতে ঘাঁটতে Arcade ক্যাটাগরিতে Duet গেমটিকে প্রথম দেখি। তো কিছুটা কৌতূহল তৈরী হওয়ায় আমি গেমটির টিজার ভিডিওটি দেখলাম। বেশ ভালো লাগল কারণ আমি আবার একটু চ্যালেঞ্জিং গেম বেশি পছন্দ করি কিনা!! তখনও বুঝিনি কি ধরনের অভিজ্ঞতা পেতে যাচ্ছি আমি!

গেম প্লে এবং কন্ট্রোল

ডুয়েট রিদম বেজড একটি গেম। যার মানে হচ্ছে এর প্রতিটি পদক্ষেপ এর সাথে আপনার প্রতিটি পদক্ষেপ মিলতে হবে। গেমটিতে আপনাকে দুটি ছোট ছোট বলকে কন্ট্রোল করতে হবে। একটার রং লাল এবং অপরটি নীল, কিন্তু এদের রং অতোটা গুরুত্বপূর্ণ নয় যতটা ওদের পজিশন। স্ক্রিনের নিচের দিকে একটা ছোট রিং যার দু পাশে বল দুটি একটি আরেকটির বিপরীত দিকে থাকে। আপনি বলটিকে ঘড়ির কাটার দিকে অথবা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাতে পারেন। আর এ জন্য আপনাকে যথাক্রমে স্ক্রিনের ডান দিকে এবং বাম দিকে চেপে ধরে রাখতে হবে। আর যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ রিংটি ঘুরতে থাকবে এবং ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে ঘোরাও বন্ধ হয়ে যাবে। আর আপনাকে খেয়াল রাখতে হবে, বল দুটির কোনটিই যেন কোন কিছুর সাথে ধাক্কা না খায়।

যাই হোক, আমি বুঝেছি একটা গেম কতটা ভয়াবহ রকমের কঠিন হতে পারে। প্রতিটি স্টেজ মাত্র ২০ সেকেন্ড করে। কিন্তু আপনার এটা অতিক্রম করতে কতটা সময় লাগবে সেটা কিসের উপর নির্ভর করছে, বলা মুশকিল। গেমটি আপনাকে প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, কখনো বা স্থির অবস্থায় নামতে থাকা ব্লক দিয়ে কখনো বা ঘুরতে থাকা ব্লক দিয়ে। মাঝে মাঝে কিছু কিছু অবজেক্ট আবার জিগজ্যাগ করতে করতে এগিয়ে আসে। আর হঠাৎ করে অবজেক্টগুলোর স্পীড বেড়ে যাওয়া তো দুঃস্বপ্ন।

আমি জানি এ জিনিসগুলো আপনাদেরকে বোঝানো কতটা কঠিন হতে পারে, তাই একটা GIF অ্যানিমেশন জুড়ে দিলাম যাতে বুঝতে পারেন গেমটি খেলা কতটা দুষ্কর। আর বলাই বাহুল্য এ জন্যে আমার ফোনটিকে বেশ কয়েকবার আমার রাগের ধকলও পোহাতে হয়েছে।

Duet android games

Duet (1)

 

আপনি যদি রিংটিকে ঠিকমত ঘোরাতে ব্যর্থ হন অথবা সম্ভাব্য হাজার খানেক ভুলের মধ্যে যেকোন একটা ভুল করেন তাহলেই হল, বল দুটি সোজা গিয়ে ধাক্কা খাবে ঐ ব্লকগুলোর যে কোন একটির সাথে। আর যখনি আপনি এরকমভাবে ব্যর্থ হবেন, তখন গেমটি আপনাকে সোজা নিচের দিকে নামিয়ে একেবারে বর্তমান স্টেজের প্রথমে নিয়ে আসবে। আর আপনার ভুলের প্রতিটি স্বাক্ষর ঐ পুরো স্টেজ জুড়ে আপনাকে বয়ে বেড়াতে হবে, কারণ যখনি বলগুলোর কোন একটি কোন অবজেক্টের সাথে ধাক্কা খাবে, তখন ঐ অবজেক্টের গায়ে ওই বলের দাগ বসে যাবে এবং থাকবে পুরো স্টেজ জুড়ে।

৩, ৪টি স্টেজ কোনমতে পার করার পর আস্তে আস্তে স্টেজগুলো ভয়ঙ্কর রকমের কঠিন হতে থাকে। হবেই বা না কেন আমাদের ব্রেইন আগে কখনো এ ধরণের ব্যাপারের সম্মুখিনই হয়নি। কিন্তু গেমের সব থেকে ভালো ব্যাপার কী জানেন? অন্যান্য অনেক গেমের মত এটাও আস্তে আস্তে (এই গেমের ক্ষেত্রে একটু বেশিই আস্তে) আয়ত্তে এসে যায়। এ পর্যন্ত আমার কোন কথায় আপনাদের যদি মনে হয়ে থাকে গেমটি খেলতে মোটেও মজার নয় তাহলে আমি আপনাকে শুধু একটা পরামর্শই দিব, খেলা শুরু করুন!! বিশ্বাস করুন গেমটি ভয়াবহ রকমের চ্যালেঞ্জিং।

গেমটি খেলার সময় আমি আমার পালস পর্যন্ত অনুভব করেছি। এ ধরণের গেম খেলার সময় আপনি যখন একটা স্টেজের খুব কাছাকাছি চলে আসবেন তখন যে কী পরিমাণ উত্তেজনা কাজ করবে তা না খেললে বোঝা সম্ভব নয়। আর যখন আপনি কোন স্টেজ পার করে ফেলবেন তখনকার আনন্দটাও আসলে কাউকে বোঝানো সম্ভব নয়, ওটা একান্তই আপনার।

গ্রাফিক্স এবং সাউন্ড

গেমটির আসল কাজই হচ্ছে রিং আর রিং এর দুপাশে থাকা দুটি বল কে নিয়ে। তাই গ্রাফিক্স নিয়ে তেমন একটা মাথাব্যথার প্রয়োজন হয়নি। তারপরও ব্যাকগ্রাউন্ডে অনবরত চলতে থাকা কিছু জ্যামিতিক আকার আকৃতি আপনাকে কিছুটা পলিশ টেক্সচার দেবে।

গেমটির বিভিন্ন ডিসপ্লের জন্য সাপোর্ট বেশ চমৎকার, আমি আলাদা আলাদা অনেক ডিসপ্লেতে খেলে দেখেছি এমনকি 1444p রেজ্যুলেশনের ফোনেও গেমটির কোয়ালিটি বেশ চমৎকার। আর গেমটির ল্যান্ডস্কেপ মোডের সাপোর্টের মাধ্যমে ট্যাব জাতীয় ডিভাইসে গেমটি খেলা আরেকটু সুবিধাজনক।

Duet (1)

 

Duet গেমটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে টিম শিয়েল (Tim Shiel) এর করা সাউন্ড ট্র্যাক। যা কিনা গেমের পরিবেশের সাথে বেশ চমৎকারভাবেই মানিয়ে নিয়েছে। সব মিলিয়ে মোট ৯টি ট্র্যাক রয়েছে যার প্রতিটিই চমৎকার এবং মানানসই। কিন্তু কিছু কিছু ইফেক্ট যেমন- ধাক্কা লাগার পরের সাউন্ড ইফেক্টটাকে আমি ঘৃণা করি! আর প্রতিটি স্টেজ পার করার পর একটা সুন্দর কণ্ঠ আপনাকে স্টেজের নাম বাতলে হাওয়া হয়ে যাবে।

আপনি যা পাবেন

প্রায় ৫০টি সাবস্টেজ নিয়ে সাজানো হয়েছে ডুয়েটের গেমপ্লেটি। আর প্রতিটি স্টেজের থিম শোক জাতীয় (রাগ, আশা, ঝগড়া, অজ্ঞতা ইত্যাদি) অনুভূতির উপর ভিত্তি করে তৈরি করা। স্টেজ খুব দ্রুত কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। কিন্তু একবার আয়ত্তে এসে গেলে আপনি তখন শুধু নতুন চ্যালেঞ্জ চাইবেন খেলার জন্যে। আর এ জন্যই রয়েছে গেমটির প্রিমিয়াম সংস্করণ যা কিনতে পকেট থেকে খসাতে হবে প্রায় ২.২০ ডলার। গেমটির ব্যাপারে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে কখনোই আপনার মনে হবে না যে আপনি একই জিনিস খেলছেন। কারণ এর প্রতিটি স্টেজ একটি আরেকটি থেকে আলাদা।

Duet (2)

 

সারাংশ: এটা একটা অত্যাচারী গেম কিন্তু তারপরও আমি ব্যক্তিগতভাবে গেমটাকে এড়িয়ে যেতে পারি না। আর আপনাদের জন্যে আমার পরামর্শ থাকবে, দয়া করে গেমটি একবার খেলেই দেখুন।

গুগল প্লে স্টোর লিংক
মূল্য: ফ্রি
অ্যাপল স্টোর লিংক
মূল্য: ২.৯৯ ডলার

Duet ডুয়েট সংগ্রহে যুগটেক-ডটকম

টপ এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড গেম এর সকল রিভিউ পেতে নিয়মিত চোখ রাখুন

Level New

আমি অর্ক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস