আসুন এবার নিজেদের ম্যাসেজ আপ্সটাকে একটু রঙ্গিন করে তুলি

 

 

 

 

 

হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই খুব ভাল ও সুস্থ আছেন। ঈদ মোবারক, সবাই কে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ২য় টিউন আমি মাএ কিছু দিন আগে টেকটিউন  এর সাথে যুক্ত হয়েছি।।আমি এর আগে কিভাবে রুট ছাড়া এনড্রয়েড এ Screen রেকড করা যায় তা নিয়ে টিউন করেছি  আর আজ করবো আর একটি আপ্স নিয়ে।আমার এই টিউনে যদি কোন ভুল হয় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আমি আপনাদের এমন একটি ম্যাসেজ এপ্স এর সাথে পরিচয় করিয়ে দিবো যা হয়ত সবাই জানেন।Go to sms Pro. এই এপ্স এ রয়েছে হরেক রকমের থিম কিন্তু আপানার পছন্দের সব থিম কিন্তু ব্যবহার করতে পারবেন না কেননা প্রায় তিম গুলই কিনে নিতে হয় কিন্তু আমি আপনাদের কে বেশ কিছু পেইড থিম ফ্রি তে দিচ্ছি আশা করি ভালো লাগবে

১মঃ এ এস্পটি এই লিঙ্ক  Go to Sms থেকে ডাওনলোড করে নিন

এর পর থিম  যার যেটা ভালো লাগে তা ডাউনলোড করে নিন

১ম এ go to sms তা ইন্সটল করে নিন পরে নিচে দেওয়া থিম গুলো ইন্সটল করুন

এখন go to sms থেকে থিম Option  এ গিয়ে পছন্দের থিমটি নামিয়ে নিন

Berrymusic_4.1

link=Berrymusic_4.1

Downtown_1.0

link=Downtown

Friday Night_1.0

link=Friday Night_1.0

GO SMS Theme Glass_1.0

link: Glass theme

Luminous_1.1

link: Luminous

Night Life_1.1.1

link=Night Life

 

 

 

Level 2

আমি ফারহানুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিন জনের কাছে তিনটা বিষয়ের কোন গুরুত্ব নেই- ১) নাস্তিকের কাছে ধর্মকথা ২) আস্তিকের কাছে নাস্তিকতা ৩) আর আমার কাছে ভদ্রতা আমি অভদ্র আছি,অভদ্রই থাকতে চাই। যে ভদ্রতা আমাকে দুর্বল বানিয়ে তুলবে,সেই ভদ্রতার ধার ধারতে চাই না। বরং দ্বিমত হও,আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন লাগলো