OTG ক্যাবল দিয়ে এন্ড্রয়েড ফোনে টিভি দেখুন, মাউস, কীবোর্ড, হার্ড ড্রাইভ ব্যবহার করুন & তার আগে ত যেনে নিন আপনার Phone OTG Cabble Support করবে কিনা। By Shakhawat

বর্তমানে অনেক এন্ড্রয়েড ডিভাইসে OTG

সাপোর্ট করে, তবে অনেক ব্যবহারকারী

জানেন না আসলে কি কাজ হবে এই OTG

দিয়ে! আজ আমরা জানবো এন্ড্রয়েড

ফোনে OTG এর কাজ কি!

আগে দেখে নিন আপনার DEVICE  OTG SUPPORTED কি না।

নিচ থেকে App টি নামিয়ে নিন।

Otg Cable Cheaker.Apk

 

এই App টি দিয়ে OTG Support কিনা জানতে পারবেন।

 

Now Click Cheak

 

ধরে নিলাম আপনার Device OTG Supported

এবার Details শুনা যাক এই বেপারে।

 

Full Details

 

 

 

সাধারণত OTG শব্দের পূর্ণ রূপ হল “On The Go”।

অর্থাৎ USB on the go অথবা OTG এর

মানে হল আপনি আপনার ডিভাইসটিকে ইউএসবি

হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে

বিভিন্ন ইউএসবি ডিভাইস সংযুক্ত করতে পারবেন।

এছাড়াও OTG কে আরো অনেক ভাবে

ব্যবহার করা যায়।

সর্ব প্রথম OTG কেবল প্রথম দেখা যায়

BlackBerry Device গুলো তে, সাধারণত ডাটা

ট্রান্সফার এর জন্য। দুটি OTG সাপোর্টেড

ডিভাইসের একটিকে আরেকটির সাথে যুক্ত

করে অনেক ধরণের কাজ করা হত ওই সময়।

তবে সময়ের সাথে OTG ধারণা এবং এর

কার্যক্ষমতা আরও ব্যাপকভাবে বাড়ানো

হলো। বিশেষ করে Android ভার্সন 3.1 এর

পর OTG Supported ডিভাইস বের করা হলে

OTG গ্রাহক পর্যায়ে দারুণ সাড়া ফেলে।

তবে সব ডিভাইসে কিন্তু OTG সাপোর্ট

করেনা। কারণ কিছু এন্ড্রয়েড ডিভাইসের

প্রসেসর এবং কার্নেল OTG সাপোর্ট করেনা

ফলে ওই সব ডিভাইসে OTG সাপোর্ট নেয়া

সম্ভব নয়। তবে কিছু পুরোনো ডিভাইসে ভাল

হার্ডওয়ার থাকলে এখন Root করার পর সেগুলি

একটু Customize করে OTG Supported করা

যাচ্ছে (যেমন – Galaxy S 2)।

আপনার যদি OTG সাপোর্টেড ডিভাইসের

থাকে তবে আপনি অনেক কাজ পিসি ছাড়াই

করতে পারবেন। OTG সাপোর্ট থাকার কারণে

আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার

ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠানো

যাবে। এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য ইউএসবি

স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে

যুক্ত করা যায়।

এবার চলুন OTG দিয়ে আপনি কি কি কাজ

করতে পারবেন জেনে নিই-

হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন

ব্যবহার রয়েছে। যেমন স্মার্টফোন এবং

ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট

থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-

বোর্ড, মাউস, হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ

ইত্যাদি যুক্ত করতে পারবেন। আপনার

ফোনেই আপনি ডিশ এবং টিভি দেখতে

পারবেন। আপনি যদি আপনার স্মার্টফোন বা

ট্যাবলেটের সাথে কোন প্রকার

স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা

ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চান তাও পারবেন।

তবে এক্ষেত্রে আপনাকে কিছু অ্যাপ

ব্যবহার করতে হবে, যেমন – USB Host

Controller

OTG সুবিধা পেতে হলে আপনার প্রয়োজন

হবে একটি ভাল OTG ক্যাবলের। বর্তমানে

বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিস

দোকানে এই OTG ক্যাবল পাওয়া যায়।

 

এরকম আরু Post পেতে ভিসিট করুন

http://trickmela.com

 

Level 0

আমি শিমুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mama Amar Tai korse… Yahooooo

Level New

Supported !

Mun Congratulate