ভুল করে ফোন থেকে ফাইল ডিলিট হয়ে গেছে ? ফিরিয়ে আনুন এক্ষুনি… তাও আবার আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই [ Only Root ]

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই প্রয়োজনীয় একটি এন্ড্রয়েড অ্যাপ। হয়ত অনেকে এই টিউনটিই এতদিন খুজছিলেন। তো আর কথা বাড়াবো না কেননা কথায় শুধু কথাই বাড়ে কিন্তু কাজের কাজ হয় না। তাই চলে আসি মূল কথায়। অনেক সময় আমাদের ফোন থেকে অনেক গুরুত্বপুর্ণ ফাইল ভুলে ডিলিট হয়ে যায়। ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ও নানা ভোগান্তির শিকার হতে হয়। কিন্তু এখন আর এই সমস্যা কোন সমস্যাই নয়। কারন এখন হারিয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনতে পারবেন আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই একটি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে যার নাম Hexamob Recovery Pro.apk  

ডাউনলোডঃ

ব্যবহার করবেন যেভাবেঃ

  • প্রথমে App টি ওপেন করুন। Selective recovery তে যান। মেমোরী ফরম্যাট হয়ে থাকলে Total recovery তে যান।

  • search in এ sdcard সিলেক্ট করুন। আর Save to তে ফোন মেমোরী সিলেক্ট করুন। Next এ যান। ফাইল টাইপ চাইলে দিন। যেমন যদি jpg ফাইল রিকভারী করতে চান তাহলে jpg লিখবেন। এরপর Next দিলে ফাইল Searching শুরু হবে। শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

  • ফাইল Searching শেষ হলে ডিলিট হওয়া ফাইলগুলো দেখাবে। এখান থেকে যেগুলো রিকভারি করবেন সেগুলো টিক দিন। অথবা চাইলে সবগুলোও মার্ক করতে পারেন। এরপর Recovery দিন।

ব্যাস Compleate হয়ে গেলেই আপনি আপনার ফাইলগুলো পেয়ে যাবেন।

সবাই ভালো থাকবেন

বীর বাঙালীর সাথেই থাকবেন

Level 0

আমি বীর বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

aita diye ki, Erase kora phone memory o recover hobe?

searching complet hy but recovery hy na faulttu apps

    অবশ্যই রিকভারি হবে…
    হয়ত আপনার কোথাও ভুল হচ্ছে…
    অ্যাপটির সঠিক ব্যাবহার না জেনেই একে ফালতু বললেন ?

    আমি বেশ কিসুদিন ধরেই এটা বেবহার করছি। সঠিক নিয়ম মেনে ব্যাবহার করুন।