যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল-ফোন ব্যবহার করেন, তাদের জন্যই এই টিউন। সো টিউনটি বিশেষ মনযোগ দিয়ে পড়ুন।
যাদের র্যাম 512 MB তাদের এই অ্যাপগুলো ইন্সটল করে নিজের ইচ্ছামত অন্য অ্যাপ বা গেম ইন্সটল করা প্রায় অসম্ভ ব্যাপার হয়ে দাঁড়ায়।
কেমন হয়, যদি উপরের ৭টা অ্যাপের কাজ একটি অ্যাপ দিয়ে করা যায়? তাও আবার মাত্র 9 MB.
ভাবছেন, এটা কিভাবে সম্ভব?
..হ্যাঁ, সেই অসম্ভবকে সম্ভব করার জন্য হাজির হয়ে গেছে 360 Security অ্যাপ।
এটি মূলত একটি অ্যান্টিভাইরাস, তবে উপরোক্ত সব সুবিধাই প্রদান করবে। এছাড়াও ফোন হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে সেটা ফাইন্ডিং করার জন্যও বিশেষ ব্যাবস্থা আছে এই অ্যাপে।
সো... Why are you waiting for?
360 Security অ্যাপটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...
কল ব্লক দেওয়া যায় জানা ছিল না। আপনি বললে ঘাঁটতে যাই ও আবিষ্কার করি জিনিসটা। ধন্যবাদ