আপনার Android মোবাইলের জন্য নিয়ে নিন দারুণ একটি ভয়েস চেঞ্জার।

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। আকাশ খারাপ, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি ভয়েস চেঞ্জার। ভয়েস চেঞ্জারটা খুব মজার। আমার কাছে এটা বেবহার করে খুব ভালো লাগল। তা-ই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা দিয়ে কাজ করা খুব সহজ। প্রথমে আপনার ভয়েস রেকর্ড করুণ তারপর তাকে বিভিন্ন কন্ঠে বদলে দিন। এছাড়া-ও এটা দিয়ে আপনার ভয়েস এর বিভিন্ন বেকগ্রাউন্ড সাউন্ড দিতে পারবেন। আপনি নিজেই দেখুন।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name:Best Voice Changer.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click Here to Download

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

Level 0

আমি লোমান শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Tiiz দেশের অন্যতম অনলাইন ফ্যাশান শপ, যেখানে আপনি পাবেন আকর্ষণীয় মূল্যে টি-শার্ট, পোলো-শার্ট, থ্রি-পিস সহ আরও অনেক পণ্য।
আমাদের সংগ্রহে আছে বাতিক্রমি ডিজাইনের সিজনাল টি-শার্ট, নামকরা ফুটবল ক্লাবের পোলো, ঈদ উপলক্ষে ব্র্যান্ড নিউ থ্রি-পিস।
আমরা পোশাকের মান নিয়ে খুবই যত্নশীল, গ্রাহকের সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।
https://www.facebook.com/tiizbd
এছাড়া আমরা স্কুল,কলেজ, ভার্সিটি এর বিভিন্ন প্রোগ্রামের জন্য টি-শার্ট/ পোলো/ জার্সি বানানোর অর্ডার নিয়ে থাকি।

https://www.facebook.com/tiizbd

    Level 2

    কমেন্ট বক্স কি আপনার প্রচারের জন্য দেওয়া হয়েছে নাকি? মাডারেটর ভাইয়েরা একটু দেখুন!

ভাই সরাসরি ভয়েজ চেন্জ হবে এমন app কি android এর জন্য নাই। সাধারন ফোনে আছে but Android এর জন্য নাই মানে আমি পাইলাম না so কেউ যদি পান তাহলে plzzz আমাকে link টা দিবেন plzzzzz