জেনে নিন গুগল প্লে এর ১০ টি বিকল্প ও প্রতিযোগী অ্যাপ ডাউনলোড সাইট সম্পর্কে

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনসের সবাইকে শূভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও বেশ ভালই আছি।

তো, এখানে এমন অনেকে রয়েছেন বলতে গেলে বেশীরভাগ মানুষই এমন যে তারা কোন না কোন স্মার্টফোন ইউজ করেন। এর ভেতর অ্যান্ড্রয়েড ইউজারই বেশী। তো যেটা দেখা যায়, প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনেই গুগল প্লে স্টোর ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে। আর বেশীরভাগ অ্যাপই ইউজাররা এটা থেকে ইনস্টল করেন। কিন্তু, এখানে অনেক পেইড অ্যাপস রয়েছে যেগুলো কেনা সবার পক্ষে সম্ভব হয় না। আরেকটা মেইন কথা হল এখানে অ্যাপ আপলোড করতে গেলে আপনাকে ২৫ ডলার খরচ করতে হবে যেটা হয়ত আপনার পক্ষে সম্ভব না।

তো, চিন্তায় আছেন। আর চিন্তার কোন কারণ নেই। আজ আমি আপনাদের এমন ১০ টি সাইটের বা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যার ফলে আপনাকে গুগল প্লে ইউজ না করলেও চলবে। হয়ত এমন হতে পারে যে একটা সাইট আপনার তৈরী কোন অ্যাপ অ্যালাউ করছে না কারন আপনার অ্যাপ সেই সাইটের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না। এক্ষেত্রে এই অ্যাপ স্টোর গুলো আপনার খুবই উপকারী বিকল্প হতে পারে।

1. Amazon Appstore

গুগলের অন্যতম প্রধান প্রতিযোগী অ্যামাজন এর Amazon Appstore। অ্যামাজন ফায়ারর ফোন নামের একটা ডিভাইস বাজারে ছেড়েছে যেটাতে অ্যান্ড্রয়েড অ্যাপস রান করানো সম্ভব এবং এই ফোনের ওএস প্রায় এ্ড্রয়েডেরই মত। আপনার তৈরী যেকোন অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি এখানে আপলোড করতে পারেন। আর এই ওএস যদি আপনার অ্যাপের কোন ফিচার সাপোর্ট না করে তাহলে সে সম্পর্কে হালকা পাতলা একটু পড়ে নিন।

আপনি অবশ্য Amazon Appstore এ যেকোন ওয়েব পেজ পাবলিশ করতে পারবেন। এটাতে বর্তমানে ২৪০০০০ এর ও বেশী অ্যাপ রয়েছে।

2. SlideME

গুগল প্লের একটা অনেক আগের ও শক্ত প্রতিযোগী হল SlideME। এটা গুগল প্লের আগে থেকেই অনেক ডিভাইসে রান হয়ে আসছে। SlideME  গুগল প্লে ছাড়া প্রায় ৫০% অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করা রয়েছে। এটা আপনার কাছ থেকে অ্যাপ আপলোডের জন্য ২০% ফি নিয়ে থাকে এবং অনেক বেশী পেমেন্ট অপশন অফার করে থাকে।  যেমন এখানে আপনি পেপল ইউজ করতে পারবেন যেটা গুগল প্লে তে সম্ভব না। তাই, আপনার তৈরী অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো SlideME  তে আপলোড করে আপনি গুগল প্লের থেকে অনেক বেশী ডাউনলোড পেতে পারেন। তাই, আইডিয়াটা কিন্তু মন্দ না।

3. 1Mobile Market

1Mobile Market শুধুমাত্র ফ্রী অ্যাপ এলাও করে। কিন্তু এর অর্থ এটা না যে এটা গুগল প্লের কোন প্রতিযোগী না। এখানে অ্যাপ আপলোড করাটা অনেক সহজ ও ফ্রী, কিন্তু এই অ্যাপ এর জন্য অনেক এপ্রোভাল এর দরকার আছে। আপনার অ্যাপটি যতক্ষণ ম্যালোয়ার ফ্রী হিসেবে পরিক্ষীত না হচ্ছে ততক্ষণ এখানে অ্যাপ আপলোড করা যাবে না।

1Mobile Market এ আপনি প্রায় ১০০ মিলিয়ন অ্যাপ পাবেন, এখানে ইউজাররা তাদের পিফারেন্স অনুযায়ী বিভিন্ন অ্যাপের সাজেশন পেয়ে থাকেন যেটা একটা ব্যাপক সুবিধা।

4. Samsung Galaxy Apps

স্যামসাং হল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সবথেকে বড় উৎপাদন কোম্পানী। এটার একটা নিজস্ব অ্যাপ স্টোর ও রয়েছে যেটাকে বলা হয় Samsung Galaxy Apps এবং স্যামসাং গ্যালাক্সী ফোনগুলোতে এটা ডিফল্ট ইনস্টল করা থাকে। তাই, এটার একটা বেশ বড় মাপের ইউজার রয়েছে। তবে এটার একটা সমস্যা হল এখানে খুবই কম সংখ্যক অ্যাপস রয়েছে।

5. Mobile9

Mobile9 এর প্রায় ৪০ মিলিয়ন ইউজার রেছ এবং এাতে ডাউনলোডের সংক্যাও নেহাতই কম না। এটা বিভিন্ন অ্যাপের একটা সোস্যাল নেটওয়ার্কের মত। আর এখানে অ্যাপ পাবলিশ করা সম্পূর্ণ ফ্রী। এখানে প্রতি মাসে প্রায় ২০০ মিলিয়ন ডাউনলোড হয় এবং এদের প্রায় ৩০ হাজার ডেভলপার রয়েছে।

6. Opera Mobile Store

Opera Mobile Store এ বিভিন্ন এ্যপ পাবলিশ করা একদমই ফ্রী। কিন্তু এখানে ডেভলপাররা পেইড অ্যাপস থেকে ৭০% লভ্যাংশ পেয়ে থাকেন। Yandex, যেটা রাশিয়ার সবথেকে বড় সার্চ ইন্জিন, তার সাথে Opera Mobile Store এর চুক্তি রয়েছে এবং এটা Yandex App Store এ অপেরার অ্যাপসগুলো সো করে। স্টোরটি প্রতি মাসে প্রায় ১০০ মিলিয়ন ভিজিটর পায় এবং এখানে প্রায় ২০০০০০ অ্যাপস রয়েছে। এখান থেকে প্রতি দিন ২ মিলিয়ন অ্যাপস ডাউনলোড হয়।

7. Mobango

Mobango তে ও অ্যাপ পাবলিশিং ফ্রী। এখানে প্রায় ১মিলিয়ন ইউজার এবং প্রতিদিন হাজার হাজার অ্যাপ তৈরী ও আপলোড হয়। Mobango আপনার অ্যা পাবলিশিং এর জন্য একটা খুবই পারফেক্ট স্থান। বর্তমানে এদের স্টোরে ১০০০০০০ টি অ্যাপ রয়েছে।

8. Soc.io Mall

Soc.io Mall এর ট্যাগলাইন হল “The Android Mall that Loves Developers”। বোঝাই যাচ্ছে যে ডেভলপাররা এখানে অনেক সুবিধা পাবেন। এটা আপনার অ্যাপের জন্য বড় অংকের লাভ অফার করে। এটাতে বর্তমানে ১০০০০ এরও কম অ্যা রয়েছে। কিন্তু, এই মার্কেটপ্লেসটি অ্যাপ এর ভেতর সীমাবদ্ধ না। আপনি এখান থেকে গেম, ইবুক, মিউজিক, ভিডিও অনেক কিছুই ডাউনলোড করতে পারবেন। এখানে একটিভ ইউজারের সংখ্যা কম হলেও ডেভলপারদের এখানে অনেক সুবিধা দেওয়া হয়।

9. F-Droid

F-droid এ শুধুমাত্র ফ্রী এবং ওপেনসোর্স অ্যাপ রয়েছে। আপনি এখানে F-droid এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা F-droid অ্যাপসের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারবেন। F-droid আপনার ডিভাইসে ইনস্টলড থাকলে এটা অটোমেটিক সব অ্যাপ এর আপডেট নিতে থাকে।

10. GetJar

GetJar হল অনেক পুরানো এবং বিখ্যাত একটা অ্যাপ স্টোর। এখানে ৩০ মিলিয়নেরও বেশী ইউজার রয়েছে এবং এটা 1Mobile এর মত কিছু রিকমেন্ডেশন সার্বিস দিয়ে থাকে। এটা থেকে প্রতিদিন ৩ মিলিয়ন অ্যাপস ডাউনলোড হয়। এটার অ্যাপ স্টোরে ৭০০০০ এর ও বেশী অ্যাপ রয়েছে। এরা নিজেদের ভার্চুয়াল কারেন্সি যেটা GetJar Gold নামে পরিচিত, এটাও ইউজ করে থাকে যেটা প্রায় ১০০ মিলিয়ন ইউজারের কাছে এভেইলএভল।

শেষ কথা

তো, আপনারা দেখতেই পাচ্ছে যে গুগল প্লের অনেকগুলো বিকল্প সাইট রয়েছে আমাদের কাছে। আপনি একজন ডেভলপার অথবা ইউজার যেকোনটি হিসেবে এই সাইটগুলোর যে কোন একটি বেছে নিতে পারেন। যদিও প্রত্যেকটারই ভাল মন্দ দিক রয়েছে। যদিও এরা এটা সহজে গুগল প্লেকে রিপ্লেস করতে পারবে না। তারপরও আপনি প্রী এখানে অনেক অ্যাপ আপলোড দিতে পারবেন। এবং আপনার অ্যাপ একান থেকে আরও ভাল কোন কাষ্টমার পেতে পারে। আর আপনি যেহেতু আপনার অ্যাপগুলো এখানে ফ্রী লিস্ট করতে পারছেন, তাই আপনাকে আর অন্য কোন সাইট খোঁজ করে টাইম নষ্ট করতে হবে না।

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Blackmart কোথায় ভাই ? প্রথমেই তো Blackmart এর নাম থাকার কথা

awsm thnx bro

ভাই mobomarket কোথায়.? Mobomarket সবচেয়ে বড় এপস মার্কেট প্লেস

    এখানে একটা এ্যাপ স্টোর এর অনেক বৈশিষ্ঠ মাথায় রেখে লিস্টটা করা হয়েছে । হয়তবা কোন কারণে বাদ যেতে পারে ।

আমার মনে হয় এগুলির সবচেয়ে বড় ও সহজ free সাইট হল 9apps.com & 9game.com

এমন অনেক সাইট ই রয়েছে । এখানে জাস্ট টপ কিছু ইউনিক বৈশিষে।টর উপর ভিত্তি করে একটা লিস্টিং করা হয়েছে ।