Top Android Apps- এই রমজান মাসকে সামনে রেখে kutblog আপনাদের জন্য নিয়ে এল আরবির বাংলা এবং অর্থ সহ – Arabic Bangla Quran -উচ্চারণসহ মত্র 2.4 MB

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাইকে সালাম জানিয়ে আজকের আমার এই টিটোরিয়াল টা শুরু করছি।

এই ব্লগে এইটা আমার দ্বিতীয় টিউন সুতারাং ভূল হলে ক্ষমা করবেন। মানুষ মাত্রই ভূল।

পবিত্র রমজান এ সামনে রেখে kutblog সবার জন্য সম্পূর্ণ ফ্রী তে নিয়ে এল মাত্র ২.৪ মেগাবিট এর আরবির বাংলা উচ্চারণ সহ "Arabic Quran -উচ্চারণসহ"। Arabic Bangla Quran -উচ্চারণসহ।

চলুন তাহলে দেঁখে আসি এক পলকে কি কি আছে এই বিশেষ অ্যাপ টি তেঃ

১. আরবির বাংলা উচ্চারণ।
২. আরবি তে উচ্চারণ।
৩. বাংলা অর্থ সহ।
৪. প্রতিটি সূরা সকল তথ্য (আয়াত,শুরু,শেষ,রুকু,ধরণ ইত্যাদি।)
৫. প্রতিটি আয়াত আলাদা ভাবে রং করা যাতে দেখতে বা খুজতে অসুবিধা না হয়।
৫. আর এর সাইজ মাত্র ২.৪ মেগাবিট।
ইত্যাদি।
আমি একা সবকিছু বলে দিব না ব্যবহার করে দেখুন।

ডাওনলোড লিংক সমূহঃ

Direct Download

Google Play Store

Official Website

(N.B: গুরুত্ত পূর্ণ একটি কথা আমি বলতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক ভুলে গেছি তো কি হয়েছে এখন বলে পেলি। আপনার নিজ দায়িত্বে  আপনার সকল বন্ধু দের জানিয়ে দিবেন : ধন্যবাদ !)

আবারও ক্ষমা চাইছি যদি কোনো ভুল হয়ে থাকে।

ধন্যবাদ সবাইকে এতক্ষন সময় ব্যয় করে আমার এই টিউন টি পড়ার জন্য। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মত আমি বিদায় নিচ্ছি।

 

সময় পেলে এই ব্লগ থেকে একবার গুরে আসবেন।
http://apps.kutblog.com

Level 0

আমি কাইছার উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Direct Link কই দিলেন এটা ত play store. পারলে Direct link দেন।