এখন থেকে Screen Recode করতে আর রুট User হতে হবে না।

আচ্ছালামু আলাইকুম সবাইকে। ১ম এই বলে নেই আমি নতুন সদস্য কিন্তু অনেক দিন আগে থেকেই টেক সাইট নিয়মিত ভিজিট করি।তাই আজ টিউন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে কেননা এটাই আমার ১ম টিউন।আমি জানি যা তাই টেকটিউনে শেয়ার করার চেষ্ঠা করব।জানি না কারো ভালো লাগবে কিনা তবে যে জিনিষটা শেয়ার করছি আশা করি হয়তো অনেকেই জানেন না।ভুল করে থাকলে তা জানিয়ে দিবেন আশা করি এরপর থেকে সতর্ক থাকবো।

তবে শুরু করি-

আমরা অনেকেই রুট সম্পকে জানি না বা এর ফিচার গুলোও ব্যবহার করতে পারি না।আমরা জানি যে রুট মোবাইল গুলো দিয়ে অনেক কিছুই করা যায়, তার মাঝে Screen Recode অন্যতম একটা ফিচার। screen recode রুট ছাড়া ব্যবহার করা যায় না,আমি নিজেও অনেক আপ্যস ব্যবহার করেছি কিন্তু কাজ করে নি তাই আপনাদের সাথে এমন একটা আপ্যস এর সাথে পরিচয় করিয়ে দিবো যাতে রুট না হলেও চলবে। এই জন্য ব্যবহার করবো Mobizen. এটি নন রুট আপ্যস তাই এর জন্য রুট এর প্রয়োজন নেই

অ্যান্ড্রয়েড ফোনকে কোনরকম রুট না করে স্ক্রিন রেকর্ড করার অসাধারন একটি অ্যাপ Mobizen এটি দিয়ে শুধু স্ক্রিন রেকর্ড না আরও অন্যান্য কাজ করতে পারবেন।
গুগল প্লে তে আপনি এটা পেয়ে যাবেন।https://play.google.com/store/apps/details?id=com.rsupport.mvagent
১ম টিউন আমার তাই লিনক দেয়াটা শিখতে পারি নি মাফ করবেন, সেই সাথে কিভাবে লিংক দিবো তা দেখিয়ে দিলে খুশি হবো।

Level 2

আমি ফারহানুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিন জনের কাছে তিনটা বিষয়ের কোন গুরুত্ব নেই- ১) নাস্তিকের কাছে ধর্মকথা ২) আস্তিকের কাছে নাস্তিকতা ৩) আর আমার কাছে ভদ্রতা আমি অভদ্র আছি,অভদ্রই থাকতে চাই। যে ভদ্রতা আমাকে দুর্বল বানিয়ে তুলবে,সেই ভদ্রতার ধার ধারতে চাই না। বরং দ্বিমত হও,আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন ড্যাশবোর্ড এ লিখা/টিউন Alignment এর পাশে insert/edit link এর একটা আলপিন এর মত আইকন দেখতে পাবেন, প্রথমে আপনার লিংক এর নাম দিয়ে নামটা মার্ক করে ইনসার্ট লিংক এ ক্লিক করে ইউআরএল এ লিংক দিন। আশা করি বুঝতে পেরেছেন।

অনেক দরকারি পোস্ট, ধন্যবাদ। তবে আমি রুট ইউজার 🙂

thnx bhaia… nyc post

ধন্যবাদ কাজ করছে

ধন্যবাদ বাধন ভাই

স্বাগতম,ভাই… ১ম টিউন হলেও ভাল লিখছেন, এগিয়ে যান ।।।

ধন্যবাদ মুনিরুল ইসলাম

ধন্যবাদ

অনেক ধন্যবাদ এটাই তো খুজছিলাম।

ভাল…..এই রকম টিউন দরকার. চালিয়ে যান ..সাথে আছি; থাকবো

আমি mobizen ব্যাবহার করি অনেক আগের থেকেই, এইটা ছারাও আর software আছে যেই গুলু দিয়ে root না করেও video shot নেওয়া যায়,

নতুন কিছু দেন ভাই, এই গুলু পুরান জিনিস