
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
প্রথমেই বলে নেই, আপনার ফোনটি অবশ্যই রুট করা হতে হবে।
বর্তমানে আপনারা অনেকেই এন্ড্রয়েড ফোনে বীনা কারনে MB ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। তেমন কিছুই ফোনে চালাচ্ছেন না অথচ প্রচুর MB কেটে যাচ্ছে। হয়ত ১০ মিনিট ফেইসবুক চালিয়েছেন আর দেখলেন ফোনে ২০ MB নেই। এরকম হলে অবশ্যই খারাপ লাগে। কেননা ১০ মিনিট ফেইসবুক চালালে ২০ MB খাওয়ার কথা না। তাহলে এই MB কোথায় যায় ?
মুলত আপনার ফোনে ডাটা কানেকশন দেয়ার সাথে সাথেই Android System, Google Play Store, Google Play Service ইত্যাদি সিস্টেম App গুলো ফোনের MB আপনার অজান্তেই খেয়ে যাচ্ছে।
তাহলে কি করবেন ? App গুলো Uninstall করবেন ? পারবেন না, কারন এগুলো এমন সিস্টেম App যা Uninstall করলে ফোন ঠিকমত কাজ করবে না। তাহলে উপায় ?
উপায় আছে, তা হল AFwall+.apk
ডাউনলোডঃ
ব্যবহার করবেন যেভাবেঃ
ব্যাস কাজ শেষ। এখন নিশ্চিন্তে আপনার এন্ড্রয়েড দিয়ে নেট ব্যবহার করতে থাকুন।
সবাই ভালো থাকবেন।
বীর বাঙালীর সাথেই থাকবেন।
লেখাটি BirBangali24.Com থেকে সংগৃহীত
আমি বীর বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগেই জানতাম তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।