আপনার এন্ড্রয়েডে ডাটা কানেকশন দিলেই সব MB কেটে নিচ্ছে ? তাহলে এই টিউনটি আপনার জন্যেই। আপনার অনুমতি ছাড়া এখন 1KB ও কাটবে না… বীর বাঙালীর পরিপুর্ণ টিউটোরিয়াল।

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন।

প্রথমেই বলে নেই, আপনার ফোনটি অবশ্যই রুট করা হতে হবে।

বর্তমানে আপনারা অনেকেই এন্ড্রয়েড ফোনে বীনা কারনে MB ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। তেমন কিছুই ফোনে চালাচ্ছেন না অথচ প্রচুর MB কেটে যাচ্ছে। হয়ত ১০ মিনিট ফেইসবুক চালিয়েছেন আর দেখলেন ফোনে ২০ MB নেই। এরকম হলে অবশ্যই খারাপ লাগে। কেননা ১০ মিনিট ফেইসবুক চালালে ২০ MB খাওয়ার কথা না। তাহলে এই MB কোথায় যায় ?

মুলত আপনার ফোনে ডাটা কানেকশন দেয়ার সাথে সাথেই Android System, Google Play Store, Google Play Service ইত্যাদি সিস্টেম App গুলো ফোনের MB আপনার অজান্তেই খেয়ে যাচ্ছে।

তাহলে কি করবেন ? App গুলো Uninstall করবেন ? পারবেন না, কারন এগুলো এমন সিস্টেম App যা Uninstall করলে ফোন ঠিকমত কাজ করবে না। তাহলে উপায় ?

উপায় আছে, তা হল AFwall+.apk

ডাউনলোডঃ

ব্যবহার করবেন যেভাবেঃ

  • AFwall+ ওপেন করে রুট Access দিন... এরপর নিচের ছবি লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি App এর পাশে তিনটি করে বক্স আছে। প্রথমটি Lan লাইনের দ্বিতীয়টি wifi এর আর শেষেরটি মোবাইল ডাটার অর্থাৎ সিমের এমবির। এখন আপনি যে যে App ব্যবহার করবেন শুধু সেইগুলোতেই টিক দিন।

  • টিক দেওয়া হয়ে গেলে অপশনে গিয়ে Apply  দিয়ে Enable Firewall দিন।

 

  • SHAREit, Playstore, Add Google Account ইত্যাদি ব্যবহার করার আগে AFwall+ ডিসেবল করে নিতে হবে। ডিসেবল করতে অপশন এ গিয়ে Disable Firewall দিন। কাজ শেষ হলে পুনরায় Enable Firewall দিয়ে রাখুন।

 

ব্যাস কাজ শেষ। এখন নিশ্চিন্তে আপনার এন্ড্রয়েড দিয়ে নেট ব্যবহার করতে থাকুন।

সবাই ভালো থাকবেন।

বীর বাঙালীর সাথেই থাকবেন।

ফেইসবুকে আমাকে পাবেন এখানে

লেখাটি BirBangali24.Com থেকে সংগৃহীত

Level 0

আমি বীর বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগেই জানতাম তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।

উৎসাহ দেওয়ার জন্যে ধন্যবাদ…

Level 0

60 হাজার টাকা দিয়ে ফোন কিনেছি ভাই রুট কিরার জন্যে? রুটেড ফোন লাগবে এটা শিরোনামে কে লিখবে?

no root firewall namer akta App aca oita diya try. korta paran……

no root firewall er link ta dan

Thanks @খান বাপ্পী

Level New

Vai link ta to kaj kore na.

ধন্যবাদ এই ধরনের পোষ্ট করার জন্য।