নিয়ে নিন দারুণ একটি Android Software। লক করে রাখুন যে কুন কিছু। আপনার কাজে আসতে পারে।

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। অনেকদিন পর লিখতে বসলাম। আমি আবার নতুন কুন কিছু পেলে সবার সাথে শেয়ার না করলে ভালো লাগেনা। আজ আমি একটি এন্ড্রয়েড এপ পেলাম এবং ব্যবহার করে ভালো লাগল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরকম এপ আপনারা এর আগে-ও ব্যবহার করেছেন আমিও ব্যবহার করেছি তবে এটা নতুন। যাই হোক কাজের কথায় আসি।

আজ আমি আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করব যা দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড ফোন সম্পূর্ণ এবং আলাদা আলাদা ভাবে প্রতিটি সিস্টেম লক করে রাখতে পারবেন। এতে আপনার মোবাইল এবং মোবাইলের বেটারির কুন ক্ষতি হবে না।

আসুন জেনে নেই এপটি দিয়ে কি কি করা যায়ঃ
*এপ এবং সিষ্টেম লক করে রাখুন
*অন্যান্ন সব কিছু খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
*আপনি ইচ্ছা করলে পেটার্ন এবং পিন লক করে রাখতে পারবেন।
*কম মেমরি এবং বেটারি ব্যবহার করার জন্য এটা প্রয়োজন।
*ইনস্টল এবং আন-ইনস্টল নিরাপদ থাকবে।
*অফলাইনে পাস-ওয়ার্ড পূনরুদ্ধার করতে পারবেন।
*এপের চিনহ হিডেন করে রাখুন।

Software Name:Apps Locker Master.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে না পারলে বা ডাউনলোড করতে কুনো সমস্যা হলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click to Download

আশা করি এপটি সবার ভালো লাগবে। আর সবার উপকারে আসবে। সবাই এটা ব্যবহার করে ভালো মজা পাবেন আশা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি মাঝে মাঝে লিখতে পারি। আর আপনাদের কাছে যদি ভালো কিছু থাকে শেয়ার করবেন যাতে আমাদের কাজে আসে। ধন্যবাদ

Level 0

আমি লোমান শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার কাছে আসে।কিন্তু শেয়ার করার জন্য ধন্যবাদ।

শুধু মাত্র একটা এপ নিয়ে টিউন ? টিটি আর আগের মত নেই 🙁