ছবিতে যুক্ত করুন সময়,তারিখ,কাস্টম টেক্সট ছোট এক এনড্রয়েড এপ্সের মাধ্যমে

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, অাস্সালামু অালাইকুম।

প্রথমেই টেকটিউনস কে ধন্যবাদ জানাই যে, টিউনারশীপ রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কখন টেকটিউনস রেজিস্ট্রেশন করার ব্যাবস্থা করে দিবে।

অনেকদিন পর সেই অাশা পূরণ হল,তাই অাজ লিখতে বসলাম।

এটি অামার প্রথম টিউন। টিউনটি মোবাইল থেকে করছি। তাই কোন ভূল-ভ্রান্তি হলে ক্ষমার দষ্টিৃতে দেখবেন এবং ভূল গুলো দেখিয়ে দেবেন।

এবার অাপনিও অাজ থেকে ৭-৮ বছর পর বলে দিতে পারবেন,
অাপনি অার অাপনার বন্ধু/অাত্নীয়-স্বজন কবে কোথায় সেলফি তুলেছিলেন/উঠেছিলেন।

অামরা অনেকে স্মৃতি গুলো সংরক্ষণ করে রাখি।
কিন্তু, স্মৃতিটা কখন কোথাকার ছিল এটা মনে রাখা সম্ভব নয়।

অাসুন
অাজ এই অসম্ভব কে সম্ভব করি,
ছবিতে সময়,তারিখ,কাস্টম টেক্সট যুক্ত করে।

এখন মূল কথায় অাসি,

কি ভাবে অাপনি অাপনার এন্ড্রয়েডের সাহায্যে ছবিতে সময়,তারিখ,কাস্টম টেক্সট যুক্ত করবেন?

অাপনার যা লাগবে-

*এনড্রয়েড মোবাইল

*Camera Time Stamp.apk

* কিছু সময়

* ধৈর্য

তাহলে শুরু করা যাক,

১. Camera Time Stamp.apk ডাউনলো করে নিন
এখানে ক্লিক করে
সাইজ মাত্র-492.60KB

যদিও সাইজে অনেক ছোট কিন্ত দক্ষতা অনেক।

২. এবার এপ্সটি ইনস্টল করে ফেলুনএবং নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করুণ-

৩. Timestamp Setup এ ক্লিক করুণ

৪. প্লাস বাটনে ক্লিক করুণ এ্যালবাম সিলেক্ট করার জন্য।

৫. এ্যালবাম সিলেক্ট করুণ।

৬. এ্যালবামের নামের উপর ক্লিক করুন।

 

৭. Add Time Stamp এ ক্লিক করুণ।

 

৮. যদি নিজের ইচ্ছা মত তারিখ বসাতে চান, তাহলে মার্ক করে নিজেের ইচ্ছা মত তারিখ বসান অার যদি বসাতে না চান ফাকা রাখুন। তারপর Ok বাটনে ক্লিক করুন।

 

৯. এইবার এ্যালবামের ছবি সিলক্ট করুন। দুই ভাবে সিলেক্ট করতে পারেন,

প্রথম All Select দ্বিতীয় Multi Select।  অাপনার প্রয়োজন অনুযায়ী Select করুন। Select করা শেষ হলে Ok বাটনে ক্লিক করুন।

 

সেটিং থেকে সবকিছু কাস্টমাইজ করে নিতে পারেন।

কাস্টম টেক্সট যুক্ত করতে Setting এ গিয়ে Include Text Avobe Date এ টিক দিন।

তার নিচের ফাকা ঘরে অাপনার টেক্সট যুক্ত করুন।

Setting থেকে অারোও Text Color etc কাস্টমাইজ করে নিতে পারেন।
Photo Quality  95% ব্যাবহার করতে পারেন।

অাপনার ইচ্ছা মতও ব্যাবহার করতে পারেন।

95% ব্যাবহার করলে তাতে ছবির অাসল সাইজ বজায় থাকবে। তারপরেও কম বেশি হতে পারে।

হয়ে গেল অাপনার  ছবিতে সময়,তারিখ,কাস্টম টেক্সট যুক্ত করা।

এখন সংরক্ষন করে রাখুন অাপনার প্রিয় স্মৃতি।

 

ফেসবুকে অামি

অাপনাদের অনুপ্রেরণা অামাদের কে অাগামী দিনের উজ্জল ভবিষ্যৎ গড়ে উঠুক।

 

অাগামীতে অারোও টিউনস নিয়ে হাজির হব ইনশাঅাল্লাহ।

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে অাজকের মত শেষ করছি।

Level 0

আমি সাব্বির হাসান রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অামি সাব্বির হাসান রুবেল। অামি টেকটিউনস এর সাথে যোগ দিতে পেরে অনেক অানন্দিত। অামি অাপানাদের মানসম্মত টিউন উপহার দিব ইনশাঅাল্লাহ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

wow….. সুন্দর এপস

কাজের টিউন। ধণ্যবাদ ভাই চালিয়ে যান।

টিউন অনেক ভাল হয়েছে কিন্তু আপনি মোবাইল দিয়ে এত সুন্দর স্কীনশর্ট দিলেন কিভাবে?দয়া করে পারলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

    @প্রযুক্তি প্রেমি: অামি Uc Browser ব্যাবহার করে স্ক্রীনশট দিয়েছি। স্বাভাবিক ভাবে পিসি তে যে ভাবে স্ক্রীনশট /ছবি যোগ করা হয় সে যোগ করা/সম্পাদনা সব করা যায়। অাপনার মন্তব্যেের জন্য ধন্যবাদ।

ধনবাদ সবাইকে।

বিশাল হয়ছে। এই রকম সুন্দর সুন্দর টিঊন দিয়ে চালিয়ে যান

ধন্যবাদ আপনাকে।