
আসসালামু আলাইকুম
অনেক প্রতিক্ষার পর গত কাল রেজিস্ট্রেশন করলাম। ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু দিতে পারব।
আজ আপনাদের জন্য কিছু এন্ড্রোয়েড ইসলামিক এপ্স নিয়ে এলাম।২৭টি এপ্স একসাথে আছে। যিপ ফাইল টির মধ্যে পাবেন মহা নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী এবং আরো বিভিন্ন নবি রাসূল এর জীবনী, নামাজ এর নিয়ম ,শিশু দের সুন্দর ইসলামি নাম, বিদায় হজ্জের ভাসন, আবাক পৃথীবি, কোরআন শরিফ ইত্যাদি এপ্স পাবেন।বিভিন্ন হাদিস ইত্যাদি ও জানতে পারবেন।এপ্স এর সাইজ ৫০ এম্বি।আশা করি আপনাদের ভালো লাগবে।
মিডিয়াফায়ার ডাউনলোড লিনক
http://www.mediafire.com/?y6b80uea3s5ccl7
এখন দেখাবো এইটি প্রয়োজনীয় এপ্স এর ব্যবহার যার সাহাযে আপনার মেমরি কার্ড এর সকল ডাটা বেকাপ রাখতে পারবন খুব কম মেগা বাইটে। যেমন ১৬ জিবি মেমরির ডাটা ২০০ এম্বি তে বেকাপ রাখতে পারবেন এবং মেমরি ফরমেট হয়ে গেলে রিস্টার্ট দিয়ে সকল ডাটা ফিরিয়ে আনতে পারবেন।
এপ্স টির সাইজ খুবই কম মাত্র ২.৫ এম্বি ডাউনলোড লিনক
http://www.mediafire.com/?4p754dbxu52wjd6
ডাউনলোড করে যিপ টি এক্সট্রাকাট করুন। এপ্স টি ইনিস্টল করে বেকাপে ক্লিক করুন।, কিছুক্ষন আপেক্ষা করুন। বেকাপ ফাইল টি পাবেন মেমরি র বেকাপ ফোলডারে। রিস্টার্ট করার সময় এপ্স এ ঢুকে রিস্টার্ট এ ক্লিক করলেই হবে। পরে ইউজ করার জন্য ফাইল টি কপি করে কম্পিউটার বা ফোন মেমরি তে রেখে দিন।
আজ আর নয় ইনশাআল্লাহ পরে আবার কোন দিন দেখা হবে নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
আমি আব্দুল্লাহ আল নোমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এর ভিতরে কি আজান দেয় বাংলাদেশী সময়ে এমন কোন অ্যাপ আছে? ধন্যবাদ