ছোট কিছু মজার আন্ড্রয়েড এপস যাদের পপুলারিটি কম কিন্তু কার্যকারিতা বেশী

কেমন আছে আমার টিউনার ভায়েরা । আশা করি ভাল আছেন সবাই । আমি অনেক দিন ধরে আছি টেকটিউনসের সাথে কিন্তু সে তুলনায় টিউন করেছি নাম মাত্র । সময় সুযোগ আর অলসতায় নিয়মিত টিউন করা হয়ে উঠেনা ।অনেক আগে একটা টিঊন করেছিলাম আর আজকে করলাম আরেকটি তাও ৭-৮ দিন লেগে গেছে লিখব লিখব করে । পূর্বের টিউনটি ছিল শুধু রুটেড এপস নিয়ে এবার তার ই ধারাবাহিকতায় কিছু রুটে আনরুটেড এপস নিয়ে আবার ও টেকটিউনসের আন্ড্র্যয়েড এপস ক্যাটেগরিতে পোস্ট করলাম আমর ২য় টিউন । এপস গুলো সাইজে ছোট তবে কাজের এবং মজার। অনেক এপস হয়ত অনেকের স্মার্টফোনের ভার্সনের তারতম্য এর কারনে না চলতে পারে । তখন আমকে আবার গালি দিয়েন না ভায়েরা । টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখছি , ভুল হলে ধরিয়ে দিবেন সানন্দে গ্রহন করব। সাহায্য লাগলে বলবেন সাধ্যমত চেস্টা করে দিব। চলুন শুরু করা যাক

আমার পূর্বের টিঊনঃ কাজের কিছু MUST HAVE ROOTED ANDROID APPS [only for rooted android]

#OGYOUTUBE DOWNLOADER

আমরা প্রায় প্রতিদিন যে সব সাইট ভিজিট করে থাকি তার মধ্য ইউটিউভ একটি । একসময় ইউটিউভ ভিডিও ডাউনলোড করা অনেক ঝামেলার ছিল কিন্তু আজকাল জাভা ফোনেও মনে হয় ব্যাপার না ।আর স্মার্টফোন গুলোতে যে ইউটিউভ ডাউনলোড করার জন্য কত এপস আছে আমার জানা নাই।
তবে আন্ড্রয়েড এর জন্য সবচেয়ে জনপ্রিয় ডাউনলোডার মনে হয় tubemate । তবে আমি একটি ডাউনলোডার এর সাথে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে OGYOUTUBE DOWNLOADER। এই আপস এর ইউনিক ফিচারগুলো অসাধারন যা আপনাকে আপসটি ভালবাসতে বাধ্য করবে ।
tubemate এর বড় প্রব্লেম হচ্ছে এটা cpu consumption করে বেশী যার দরুন আমার সেট এর মত লো কনফিগারেশন এর সেট গুলো স্লো হয়ে যায় । তাই বলে আমরা গরিব রা কি বসে থাকব নাকি । না আমাদের জন্য ডেভেলাপাররা এর চেয়ে ঢের ভাল এপস ডেভেলাপ করেছেন যার নাম OGYOUTUBE।
আসুন ফিচারগুলো দেখে নেই ।
ফিচারঃ-
১। আপনি একসাথে একাদিক ফাইল ডাউনলোড করতে পারবেন
২। আপনি ১৪০পি থেকে ১৪৪০পি ডিডিও দেখতে এবং ডাউনলোড করতে পারবেন
৩। mp3 ফরমেট ডাউনলোড করতে পারবেন
৪। ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে করতে পারবেন
৫। screen of ভিডিও প্লে করতে পারবেন
৬। পপ ইউন্ডো করে ভিডিও দেখতে ও একিসাথে অন্য কাজ করতে পারবেন।
আরও অনেক..................

sd

DOWNLOAD LINK: OGYOUTUBE

NEXTAPP Keyboard

আমরা সাধারনত কিবোর্ড ডিফল্ট টা ই বেশী করে থাকি ।তবে আমরা বাংলাদেশীরা বেশী ইউস করে থাকি রিদ্মিক অথবা মায়াবী আমাদের বাংলা লেখার সুবিধার্থে । আমি আগে সোয়াইপ কি-বোর্ড ইউস করতাম , কিন্তু বাংলা লেখার প্রয়োজনে এখন আর ইউস করতে পারে না । তবে সোয়াইপ কি বোর্দ কিন্তু জটিল জিনিস যারা ইউস করেছেন তারা এর মজা বলতে পারবেন । আমি যে এপস এর কথা বলতে চাচ্ছি এর নাম NEXTAPP Keyboard কিবোর্ড। এর ইউনিক ফিচার হছে এতে আপনি পিসি কিবোর্ড এর সব ফাংশনালিটি পাবেন । জানিনা এটা কার কতটুকু উপকারে আসবে তবে আমার মনে হয় tab ইউজার রা ইউস করে মজা পাবেন।
এর ফিচারগলোঃ-

* Cursor Arrow Keys
* Page Up / Page Down
* Insert, Delete, Home, and End.
* Function F1-F12.
* Ctrl and Alt
* Tab
* Escape

dd

Download link: Nextapp Keyboard

#FACEBOOK CHAT re-enabler

ফেসবুক এপ থেকে নাকি চ্যাট অপশন রেমুভ করে ফেলছে শুনলাম। আমি ফেসবুক এপ্স চালাই না তাই এর খবর জানি না । মেসেঞ্জার দিয়ে চ্যাট করতে হয় । যারা এপস এর মধ্য চ্যাট অপশন চাচ্ছেন তারা নিচে একটা ছোট এপস এর লিংক দিলাম যার মাধ্যমে আপনি চ্যাট অপশন রি-এনাবল করতে পারবেন । তবে আপনাকে প্রথমে ফেসবুক আপ ভার্সন v27 এর নিচে যে কোন ভার্সন ইনস্টল করে নিতে হবে (v28 হলে হবে না)। চিন্তা করবেন না আমি দুইটা লিঙ্ক দিব আর কিছু লাগবে না । সিম্পলি এপস দুই টা ইনশ্ত

Facebook     for   4.0 to 4.4
Facebook     for   v2.3 to 3.2
Facebook     for   5.5

Enabler:    Chat re-Enabler

#FACEBOOK TRANSPARENT

একই ফেসবুক আর কত ইউস করবেন । এবার একটূ looking এ ভিন্নতা নিয়ে আসেন ,দেখেন ভাল লাগে কিনা । এপসটি হচ্ছে ফেসবুক ট্রান্সপারেন্ট । নিচের ছবি দেখলে সব বুঝতে পারবেন সহজে। তবে এর জন্য আপনাকে ডিফল্ট ফেসবুক অ্যাপ uninstall করতে হবে ।

Download link:    FACEBOOK TRANSPARENT

#Whatsapp responder

whatsapp responder এপস । ক্লাস করতেছেন এর মাঝে আপনার বন্ধু অনবরত whatsapp এ নক করেই যাচ্ছে , সামনে বসা তাই মোবাইল বের করে রিপ্লাই ও দিতে পারছেন না । এই জটিল সমস্যার সরল সমাধান করুন whatsapp responder দিয়ে । মেসেজ সেট করে রেখে দিন, যেমন "আমি ইউনিভার্সিটিতে আছি " , এখন কেউ নক করলেই তার কাছে অটো মেসেজটি চলে যাবে ।
রুট হতে হবে সেট এবং ইনস্টল না হলে busybox সহকারে দেখতে হবে।

Download Link : Whatsapp responder

#Z-selfie

সেলফি কি জিনিস আইলো দুনিয়ায় । এখন কিছু হলেই পোলাপাইন দাত মুখ খিছিয়ে সেলফি তুলে। আমি সেলফি প্রথমে শুনে শুনে বিরক্ত হয়ে গুগলে সার্চ করে যে জিনিস আবিষ্কার করলাম পুরাই আবুল হয়ে গেলাম। এই জিনিসরে সেলফি বলে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে কত ছবি উঠলাম, আর এখন এই টার নাম হয়ে সেলফি হয়ে গেছে । আসলে দুনিয়া চলে হুজুগে ।বাদ দেন আজাইরা প্যাচাল। এখন এই আজাইরা সেলফি তোলা কিন্তু সোজা কতা নয়, অনেকের সাধের স্মার্টফোন হাত থাইকা পড়ে সেলফি তোলা বাদ দিয়া তওবা পড়ছে আমার জানা । আমি আপনাদের একটা ছোট আপস দেই যেটা দিয়া সেলফি তুলতে পারবেন খুব সহজে আপনার হেডসেট দিয়ে , হেডসেট এর প্লে /পজ বাট্ন কে camera button হিসেবে ইউস করে। আপস টি ইনস্টল দেন , ইনস্ট্রাকশন নিজেই বুঝতে পারবেন। তবে সবার ক্ষেত্রে কাজ না ও করতে পারে কারন এটা আন্ডার কনস্ট্রাকশন ।

Download Link: Z-selfie

#Pinsy

খুব মজার একটা এন্টারটেইনিং অ্যাপ । যার মাধ্যমে আপনি কোন কিছু পেইন্ট করে আপনার বন্ধুর মোবাইলে অথবা স্মার্ট ওয়াচে পাঠাতে পারেন । অনেকটা whastspp এর মতই তবে এটাতে আপনি যা খুশি পেইন্ট করে আপনার বন্ধু কে পাঠাতে পারেন।


Download Link:    PINSY

#Snowball


অসাধারন একটা এপস। যদিও ইউস করতে পারি নাই , কারন এটা ইউস করতে গেলে আপনার ফোন ভার্সন 4.3 up হতে হবে । এই এপস থাকলে আপনাকে বার বার কস্ট করে সব সোশ্যাল এপগুলোতে গুরাফিরা করতে হবে না, এই একটা এপসে ঢুকে বসে থাকলেই হবে । Snowball supports: Facebook Messenger, WhatsApp, Snapchat, SMS, Hangouts, Twitter, Line, WeChat, Slack, Telegram, Viber, Hike, BBM, Kik, GroupMe, Kakao and Skype। আফসোস ইউস করতে পারি নাই এখনো

ডাউনলোড প্লে স্টোর থেকে করতে হবে সাইজ মাত্র ৮ এম্বি।

ফেসবুকে আমি

Level 2

আমি Sayem hayath mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সুন্দর টিউন করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে transparent facebook টা নিয়ে। এটা তো ইন্সটল নিচ্ছে না। ডিফল্ট ফেইসবুক সফটওয়ার টা রিমুভ করার পরও হচ্ছে না। আর এই সফটওয়ার টা ইউজ করা কি সেইফ হবে??