সব মোবাইল অপারেটরের প্যাকেজ এক অ্যাপে

দেশে মোবাইল ফোন সেবা দিচ্ছে ছয় অপারেটর। একেক জন একেক অপারেটরের সেবা ব্যবহার করছেন। কেউ কেউ একাধিক অপারেটরেরও গ্রাহক। আর অপারেটরগুলোর প্যাকেজের কমতি নেই। নতুন নতুন প্যাকেজও যোগ হচ্ছে প্রতিনিয়ত।

এসব প্যাকেজের ভিড়ে একজন সাধারণ ব্যবহারকারীর পক্ষে সবগুলো প্যাকেজ সম্পর্কে একবারে জানা সম্ভব নয়। কোনো প্যাকেজ সর্ম্পকে জানতে অপারেটরটির ওয়েবসাইট কিংবা কাস্টমার কেয়ারে কল করে জানতে হয়।

তবে স্মার্টফোনের এ যুগে এত কষ্ট করতে হবে না। NR Soft BD নামক একটি মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানী নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একটি অ্যাপ্লিকেশন। যার সাহায্যে সহজে জানা যাবে দেশের সব মোবাইল ফোন অপারেটরের প্যাকেজ সম্পর্কে।

কাজের এ অ্যাপটির নাম BD All Sim Package Info

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

১. অ্যাপটির মাধ্যমে যে কোনো অপারেটরের প্যাকেজগুলো সম্পর্কে জানা যাবে এবং যে কোনো প্যাকেজ অ্যাপটি থেকে চলু করা যাবে।

২. ইন্টারনেট প্যাকেজগুলো সম্পর্কে জানা যাবে অ্যাপটি থেকে এবং যে কোনো ডাটা প্যাকেজ চালু করা যাবে।

৩. ফ্রেন্ড এবং ফ্যামিলি নম্বর জানা, যুক্ত করা এবং ডিলিট করা যাবে অ্যাপটির সাহায্যে।

৪. সিম কার্ডের নম্বরটি দেখে নেওয়া যাবে।

৫. যে কোনো অপারেটরের বান্ডেল অফারগুলো সম্পর্কে জানাবে অ্যাপটি।

৬. কোনো অপারেটরের নতুন প্যাকেজ যুক্ত হলে সেটির আপডেটও পাওয়া যাবে অ্যাপটিতে।

অ্যাপটি বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

Level 0

আমি naimimran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস