অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার পিসি নিয়ন্ত্রণ ও ফাইল শেয়ার করুন

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? টিমভিউয়ার(Teamviewer) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়্যার । যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তে থাকা আপনার অফিস বা বন্ধুর কম্পিউটার সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন ! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার নিয়ন্ত্রনের মধ্যে থাকবে ! অর্থাৎ আপনার বন্ধুর সমস্যার সমাধান করতে পারবেন । সমস্যার সমাধান করতে অব্যশই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ও পিসিতে টিমভিউয়ার(Teamviewer) ইন্সটল করতে হবে । আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করতে এই লিংকে ক্লিক করেন । আর পিসি জন্য এই লিংকে ক্লিক করেন । অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন নিচের চিত্রের মত আসবেঃ

TeamViewer ID এর ঘড়ে আপনার পার্টনার পিসির আইডির নাম্বার দিন এরপর Remote Control এ চাপুন । তারপর আপনার পার্টনার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করেন । সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে । এখন আপনার হাতের কাছে আছে টিমভিউয়ারটি লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন কিন্তু অন করতে পারবেন না । কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে পারবেন না । আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই ।

আর আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে পাবেন সুপার স্পীড ।

ক্ষুদ্র এই ব্লগটি ভিজিট করতে পারেন । আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ভাই নেট কানেকশান ছাড়া কিছু যদি করা যায় তাহলে সেইটা শেয়ার করেন। আনেক উপকৃত হব।

motamuti kaj korte hole 512kbps speed lagbe. er niche hole khub beshi lag korbe.
tobe kom speed a o chalano jabe.