অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করুন রিসাইকেল বিন

কম্পিউটারের জন্য রিসাইকেল আছে । এই কম্পিউটারের রিসাইকেল বিন থেকে ভুল করে ডিলিট করে দেওয়া ফাইল আবার রিকোভারি করে আনা যায় । কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে এমন কোন রিসাইকেল বিন না থাকায় এখানে ডিলিট করা ফাইল পুনঃউদ্ধার করা যায় না । অ্যান্ড্রয়েডের এই সমস্যা দূর করতে এসেছে Dumpster - Recycle Bin । এটি অ্যান্ড্রোয়েডের রিসাইকেলবিন । প্রথমেই এখান থেকে Dumpster - Recycle Bin ডাউনলোড করে নিন। তারপর স্বাভাবিক নিয়ম অনুসারে ইন্সটল করে নিন । এখন Dumpster - Recycle Bin এর অপশন বাটন ক্লিক করে নিচের চিত্রের মতো আসবে এটি থেকে কোন ফাইলগুলো পুনঃউদ্ধার করতে চান সেটি নির্ধারণ করে দিন ।

এই অপশন থেকেই আপনি আপনার ডিলিট করা ফাইল কতদিন সংরক্ষণ করতে চান তা
নির্ধারণ করে দিতে পারবেন । অ্যাপ ইন্সটলের পর আপনার ডিলিট করা ফাইল সার্চ দিন । যেটিকে উদ্ধার করতে
চাচ্ছেন সেই ফাইলের উপর ট্যাপ করে হোল্ড করুন । তারপর রিস্টোর দিন।

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস