অ্যান্ড্রয়েড মোবাইলে মাল্টি টাস্কিং ব্যবহার করুন

অনেকেই চান অ্যান্ড্রয়েড ফোনে এক সাথে একই স্ক্রিনে একাধিক কাজ করতে চায়, তবে সেটা সাধারণ ভাবে সম্ভব নয়। তাই দেখাব আপনি কিভাবে একই সাথে একই স্ক্রিনে ভিডিও গান, ছবি, সহ আরও অনেক কিছুই চালিয়ে কাজ করতে পারেন । আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে একই সাথে একাধিক কাজ করতে বা দেখতে আপনাকে যা করতে হবে তা হচ্ছে, আপনার ডিভাইস অবশ্যই রুট করা থাকতে হবে। তবে কিছু কিছু ডিভাইসে রুট ছাড়াও করা যায়। প্রথমেই আপনাকে নীচের লিংক থেকে অ্যাপ সমূহ ডাউনলোড করে নিতে হবে ES File Explorer File ManagerMultitasking Pro v1.08 Apk এবার আপনাকে ES File Explorer File Manager ইন্সটল করে নিতে হবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে । এবার Multitasking Pro v1.08 Apk ফাইল কে ক্লিক করে এটি ইন্সটল করে নিন। আপনার ডিভাইসে মাল্টি টাস্কিং অ্যাপ ইন্সটল হয়ে গেলে আপনি আপনার মাল্টি টাস্কিং অ্যাপটি ক্লিক করে অ্যাপ চালু করুন সেখানে নীচের ছবির মত অনেক অপশন দেখা যাবে, সবার উপরে থাকা মাল্টি টাস্কিং এর ঘরে
ক্লিক দিলেই আপনার নটিফিকেশান বারে একটি নটিফিকেশান আসবে । এবার নীচের ছবির মত সব কয়টি ঘরে ক্লিক দিয়ে দিন। এখানে আরও অনেক অপশন আছে যার সাহায্যে আপনি অ্যাপ কে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবার অপশন থেকে বেরিয়ে আসুন।

আপনার ডিভাইসের ডানে কিংবা বামে মাল্টি টাস্কিং অ্যাপ হাইড আছে, আপনি যখনি ডানে কিংবা বামে সোইয়াইপ করবেন তখন এটি বেরিয়ে আসবে । একাধিক কাজ এক সাথে একই স্ক্রিনে করতে চাইবেন তখন ডিভাইসের ডান দিকের কোণায় কিংবা বাম দিকের কোণায় আঙ্গুল দিয়ে সোয়াইপ করুন, মাল্টি টাক্সিং অ্যাপ এর অপশন বেরিয়ে আসবে নীচের ছবির মত। এখান থেকে আপনার ইচ্ছে মত
প্রোগ্রাম চালু করুন।
Multitasking Pro
ব্যাস হয়ে গেলো এখন থেকে একই সাথে একই ডিসপ্লেতে গান শুনুন, ভিডিও দেখুন,
ফেসবুকিং করুন!

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রুট ছারা কি গ্লাক্সি নোট ২ তে হবে ?