আহহ গান।
আমি নিজেই একজন মিউজিক ম্যানিয়াক, সারাদিন হেডফোন বা স্পিকারে বাজতেছেই কিছু না কিছু। সো আমার মত যারা তাদের একটা সমস্যায় প্রাই ই পরতে হয়, কোন গান শুনতে ইচ্ছে হইতেছে, কিন্তু খুজে পাচ্ছি না, খুজতে গেলেও নেটে হাজার টা ঝামেলা।
তো আজ একটা এ্যান্ড্রয়েড এ্যাপলিকেশন শেয়ার করতেছি, নাম মিউজিক সার্চ ইঞ্জিন ।
ফিচারসঃ
১। যেকোন গান ই খুজে পাওয়া যায়।
২। ডিরেক্ট ডাউনলোড করা যায়।
৩। লাইভ প্লে ও করা যায়, মানে অনলাইনে ও শোনা যায়।
৪। সম্পুর্ন ফ্রি।
ডাউনলোড করে নেন ঃ ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক।
সরি, ওয়েবসাইট সাইন্স চেইন টিউন গুলো লিখে শেষ করতে পারি নাই, কাল দিয়ে দিতে পারবো ইনশা-আল্লাহ।
ফুটারঃ আমার সাইট, আর আমার টেকটিউন্স আপডেট পেতে পারেন আমার ফেসবুকে।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
ভাই ইন্সটল হচ্ছে না তো ইরোর দেখায়