Pixlr নিয়ে নিন এন্ড্রয়েড এর জন্যে মিনি ফটোশপ!!!

আসসালামু আলাইকুম টিউনার ভাইয়েরা। আমি একজন এন্ড্রয়েড ইউজার। তাই এন্ড্রয়েড ইউজার দের মনের কথা কিছুটা হলেও বুঝি। আমি একজন ফটো এডিটিং লাভার। আমার এডিট করা ছবি সুন্দর না হলেও আমি আমার এডিটিং চালিয়ে যাচ্ছি। হয়তো বা একদিন একজন ভালো এডিটর হতে পারবো। এখন ই মোটামুটি এডিট করতে পারি।

যাই হোক কাজের কথায় আসি। অনেক সময় আমাদের তৎক্ষণাৎ ছবি এডিট করার প্রয়োজনীয়তা বোধ হয়। অথবা আমাদের অনেকের পিসি না থাকায় এডিট করার সখ থাকলেও আমরা প্রয়োজনীয় সফটওয়্যার এর অভাবে করতে পারি না। তাই আজ আমি আপনাদের সবার জন্যে নিয়ে আসলাম Pixlr Express নামের একটি ফটো এডিটর। এটি দিয়া আপনি প্রায় আপনার মনের মত ছবি এডিট করতে পারবেন। এর ফিচার সম্পর্কে লিখার চেয়ে চলুন এর ফিচার এর কতগুলো ScreenShot দেখে আসি...!

আমার এডিট করা একটি ছবি

আরো অনেক ফিচার আছে ব্যবহার করলে বুঝবেন। তাহলে আর দেরী না করে নিচে দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। ধন্যবাদ। আমার টিউনটি ভালো লাগলে একবার হলেও ঘুরে আসুন আমার ব্লগ সাইট থেকে। সাইট ঠিকানাঃ amargamesbd.blogspot.com

Download Here

Level 0

আমি শেখ মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেক সমন্ধে খুব সামান্য কিছু জানি। সব সময় নতুন কিছুর চিন্তায় থাকি। তাই আমি সবসময় চাই, আমি যা জানি তা আপনাদের জানাতে এবং আপনারা যা জানেন তা আমাকে জানাবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ১.১৩ অনুযায়ী – টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ বা সৌজনে” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

কোন সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে। সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর নিজেস্ব ওয়েবসাইট বা প্রডাক্টপাতা ডাউনলোড লিংক দিতে হবে। অথবা সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর নির্মাতা বা নির্মাতা প্রতিষ্ঠান দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড এর ঠিকানা দিতে হবে।

আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি ://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।