Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি প্রিমিয়াম টুলস অ্যাপস, এবার খুব সহজেই স্ট্যাটাস বারে বা ফ্লোটিং ভাবে দেখুন সিস্টেম সম্পৃক্ত তথ্য

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি, আশা করি সবাই অনেক ভালো আছেন । অন্যান্য টিউনের মতই এই টিউনেও আপনাদের জন্য সুন্দর এবং কাজের একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি । আজকে যে অ্যাপসটি উপহার দিবো, তার মাধ্যমে আপনার Android ডিভাইসের সিস্টেম সম্পৃক্ত বিভিন্ন তথ্য খুব সহজে স্ট্যাটাস বার হতে বা ফ্লোটিং ভাবে দেখতে পারবেন । তাহলে চলুন অ্যাপসটির সাথে পরিচিত হই ।

Cool Tool Pro

অ্যাপসটির নাম Cool Tool Pro । অ্যাপসটি আসলেই অনেক কুল যা ব্যবহার করলেই বুঝতে পারবেন । অ্যাপসটিকে "কুইক সিস্টেম ইনফো" বলা যেতে পারে । অ্যাপসটির মাধ্যমে সিপিইউ ব্যবহার সম্পৃক্ত তথ্য, র‍্যম ব্যবহার সম্পৃক্ত তথ্য, ২জি/৩জি/ওয়াইফাই সম্পৃক্ত তথ্য, ব্যাটারি সম্পৃক্ত তথ্য সহ আরও অনেক বিভিন্ন তথ্য স্ট্যাটাস বার বা ফ্লোটিং ভাবে দেখা যাবে । এই তথ্য গুলি স্ট্যাটাস বারের কোথায় দেখতে চান, সেটা মেনুয়েল ভাবে সেট করতে পারবেন । অ্যাপসটি সম্পর্কে আরও প্লে স্টোর থেকে জেনে নিতে পারেন । অ্যাপসটির রেটিং 4.8 এবং মূল্য $2.98 ।

[বিঃদ্রঃ- যারা অ্যাডভান্স ইউজার এবং Xposed ব্যবহার করেন, তারা অ্যাপসটিকে Xposed এর মোড হিসেবে ব্যবহার করে পজিশন সেট করতে পারবেন ]

"প্লে স্টোর লিংক"

"ফ্রি ডাউনলোড লিংক"

টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং  মতামত প্রকাশের  জন্য কমেন্ট করবেন, অথবা ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন । আর সময় পেলে আমার ব্লগটি থেকে ঘুরে আসবেন । ফেসবুকে আমি  । আমার ব্লগ ।

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো অপ্প্স। … Thanks

    Level 0

    @শফিউল: আপনাকেও ধন্যবাদ ।

Level 0

Moyin Emon, ভাই আপনার এবং হোছাইন ভাই এর টিউনগুলো আমার খুব ভাল লাগে।

    Level 0

    @2012kafi: অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টে এর জন্য।