আপনার প্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য নিয়ে নিন পাসওয়ার্ড প্রোটেক্টেড একটি অসাধারণ নোটপ্যাড। মাত্র ১.১ এমবি !

সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এলাম আপনার প্রিয় অ্যান্ড্রয়েড ফোনের জন্য ছোট একটি অ্যাপস। ছোট হলেও এটি আপনার ফোনের জন্য অবশ্যই কাজে লাগবে আশা রাখছি। ছোটখাট কাজে, টুকটাক কিছু লিখে রাখতে নোটপ্যাডের বিকল্প নেই। এখন তো আর দৌরে গিয়ে খাতা কলম খোঁজার কাজে লেগে যেতে হয়না সামান্য কিছু লিখে রাখতে। এখন ডিজিটাল সময়, আপনার মোবাইলটিই যথেষ্ট এই কাজে।
নোটপ্যাড
আজকে আপনাদের সাথে শেয়ার করছি Safe Notes নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপস। Safe Notes Android Apps দ্বারা আপনি আপনার স্মার্টফোনে প্রয়োজনীয় কিছু নোট করে রাখতে পারবেন। আর তাঁর নিরাপত্তার জন্য রয়েছে প্যাটার্ন পাসওয়ার্ড প্রোটেকশন। এছাড়া অ্যাপসটিতে বিভিন্ন নোট হরেক রকম রঙে সাজাতে পারবেন, নোটের সংখ্যা বেশি হলে সার্চ করতে পারবেন কাঙ্ক্ষিত নোটটি। তাই এখনই ডাউনলোড করে নিন Safe Notes Android Apps সম্পূর্ণ ফ্রি!
Safe Notes Android AppsSafe Notes Android Apps
অ্যান্ড্রয়েড অ্যাপস সাইজঃ ১.১ এমবি মাত্র
অ্যাপস ভার্সনঃ ১.৯.২০১৩১০২৫

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস