এন্ড্রয়েড ইউজারদের জন্য দুইটি free offline ডিকশনারি ইংরেজি শিক্ষার পরিপূর্ণ সহায়ক

Google play তে অনেকগুলো ডিকশনারি পাবেন। অধিকাংশ ভাল ডিকশনারি গুলো Online বা এগুলোর জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়। আবার কিছু ভাল ডিকশনারি আছে যেগুলোর জন্য পেমেন্ট করতে হয়।
এছাড়া 'বাংলা টু ইংলিশ' যে ডিকশনারি গুলো আছে এগুলোর অধিকাংশই পরিপূর্ণ ডিকশনারি না। আবার অনেকগুলো সম্পূর্ণ ডিকশনারি হলেও ইউজার ফ্রেন্ডলি না।
হাজারও ডিকশনারির ভিতর খুব কমই ডিকশনারি আছে যেগুলো আপানার চাহিদা সম্পূর্ণ করতে পারে। পরিপূর্ণ ডিকশনারির মধ্যে দুইটি ডিকশনারি আমার মন জয় করে নিয়েছে। এগুলোর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে চাই।

প্রথমটা হল M.M. Shahiduzzaman এর Bengali Dictionary (মাত্র ৮.৩ MB)

- এই ডিকশনারির সবচেয়ে বড় সুবিধাটা হল English to Bangla এবং Bangla to English এই দুই ধরনের সাপোর্টই আপনি পাবেন। আপানর মোবাইলে বাংলা কী বোর্ড না থাকলেও কোন সমস্যা নেই। কারণ ডিকশনারিতেই একটি বাংলা কী বোর্ড দেয়া আছে। সুতরাং খুব সহজে কোন বাংলা শব্দের ইংরেজি অর্থ বের করতে পারবেন। যারা পত্রিকার বাংলা থেকে ইংরেজি অনুবাদের চর্চা করেন তাদের জন্য এটা চমৎকার একটি সুবিধা।

- ২য় সুবিধাটা হল ইংরেজি শব্দের উচ্চারণ। 'Pronounce' Option এর মাধ্যমে আপনার অজানা ইংরেজি শব্দের উচ্চারণ এর অডিও শুনতে পারবেন। সবচেয়ে মজার কথা হল এর জন্য ইন্টারনেটের প্রয়োজন নেই!
- ৩য় সুবিধাটা হল একাটা ইংরজি শব্দের অনেক গুলো Synonym জানতে পারবেন। অবশ্য Antonym এর সুবিধা এটাতে পাবেন না।


- এছাড়াও আপনি যে word গুলো আগে search করেছেন 'History' option এ গিয়ে সেগুলো রিভিউ করতে পারবেন। যে word গুলো শিখেছেন সেগুলোর উপর নিজের একটি self test ও নিতে পারেন 'Games' option এ গিয়ে।

অসুবিধাঃ তেমন উল্লেখযোগ্য কোন অসুবিধা নেই। তারপরও কিছু উল্লেখ করা হল...
- আপনি কোন শব্দের Antonym জানতে পারবেন না।

- যারা ইংরেজি শব্দের ইংরেজি definition (English to English) জানতে চান তাদের জন্য এটা উপকারী না।

অন্য ডিকশনারিটা হল Merriam-Webster Inc. এর 'Dictionary - Merriam-Webster' ডিকশনারি। (২০ MB)


- এটা English to English Dictionary. আসলে English to English Dictionary জন্য Oxford Dictionary best. কিন্তু এটা আপনাকে ২৫ ডলার দিয়ে কিনতে হবে!! Free Merriam-Webster' ডিকশনারিটি কাজের দিক থেকে Oxford Dictionary এর কাছাকাছি। 'Merriam-Webster'এর কিছু সুবিধা Online-(Voice Search,  Audio Pronunciations) এবং দরকারি সুবিধা গুলো Offline এ পাওয়া যায়। তবে যেগুলো offline এ পাওয়া যায় সেটাই আপানার জন্য যথেষ্ট।
- এটার শব্দ ভাণ্ডার প্রায় Oxford Dictionary এর কাছাকাছি। এবং সবগুলো শব্দ offline. কোন ইন্টারনেট লাগবেনা।

- প্রতিটি শব্দের ইংরেজি definition, Examples, Synonym, Antonym( যেটা আগের ডিকশনারিতে নেই)


- মজার ব্যাপার হল একটা ইংরেজি শব্দের উৎপত্তি এবং কত সাল থেকে ঐ শব্দের ব্যবহার(First Use) শুরু হয়েছে সেটাও দেয়া আছে।
- আগের ডিকশনারির মত এটাতেও হিস্ট্রি, ফেবারিটে এড কারার সুবিধা আছে।

অসুবিধাঃ - Voice Search,  Audio Pronunciations এর জন্য ইন্টারনেটের দরকার পড়বে। তবে আগের ডিকশনারি দিয়ে Pronunciations এর কাজটা চালিয়ে নিতে পারবেন।

কি ভাবে Download করবেন?
ফোনে ইন্টারনেট থাকলে সরাসরি google play থেকে Download করতে পারেন।
পিসি থেকে Apk file ডাউনলোড করতে প্রথমে google Play এর সাইটে যান
Bengali Dictionary - https://play.google.com/store/apps/details?id=com.dictionary.bn
Dictionary - Merriam-Webster- https://play.google.com/store/apps/details?id=com.merriamwebster

Address গুলো একটা একটা copy করে এই সাইটে যান http://apps.evozi.com/apk-downloader/

এবার Package name or Google Play URL এর নিচে যে বাক্স আছে ঐখানে পেস্ট করে Generate Download Link এ ক্লিক করুন। লিংক জেনারেট হয়ে গেলে click here to download এ click করে apk file ডাউনলোড করে নিন। এরপর ফোনে SD card এ নিয়ে install করে নিন।

এগুলোর চেয়ে ভাল offline dictionary সম্পর্কে জানা থাকলে comment এ জানিয়ে দিন।
কোন সমস্যা, পরামর্শ থাকলে সেটাও জানান। ভাল থাকবেন

Level 0

আমি Dhaow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ

Oxford Dictionary er link ta diben? plz. thanks

    Level 0

    @সাইফুল ইসলাম সোহেল: Google Play তে গিয়ে Search করেন পেয়ে যাবেন। আর Oxford Dictionary একদিনের জন্য trial use করতে পারবেন।

ভাই. টিউন. করার জন্যে আর ভাল কিছু পান না

    Level 0

    @M Tarif Anam: ভাল টিউনের খোঁজে আপনার টিউন হিস্ট্রি চেক করলাম। আপনি আজ পর্যন্ত কোন টিউনই করেননি। কেন ভাই? নিজে ভাল কিছু টিউন করে আমাদের দেখিয়ে দেন ভাই… যেমন “বান্দর কিভাবে কলা খায়”, এ বিষয়ে একটা টিউন

Level 0

বাংলা ডিকশনারি কি ফ্রী নাকি এর Premium ভার্সন আছে ??? যেমন ইংলিশ ডিকশনারী টির Premium ভার্সন আছে ………….

    Level 0

    @Nilds0: সম্পূর্ণ ফ্রি। কোন Premium ভার্সন নেই…

Level 0

অসাধারন টিউন হয়েছে আমি অনেক দিন ধরে ভাল ডিকশনারী খুজছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

Nice Tune

Level 0

বাংলা ডিকশনারী তে বাংলা টাইপ করবার সময় যুক্ত অক্ষর ( যেমন- সন্ধান) কিভাবে লিখব ???

Level 0

প্রথমে ডিকশনারির বিল্ডইন বাংলা কি বোর্ড টি চালু করুন ( search opion এর পাশে- B>E কে E>B করুন)
স>ন>্‌ (‘হসন্ত’ ‘র’ এর উপরের চিহ্ন)>ধ>া>ন

Thank you so much.