আর রাগ হবে না Google Play এর লিংক দেখলে ::: apk ফাইল কেন পাবেন না?

বেশ কিছুদিন পর টিউন করতে এলাম। সেই যে 'ভারতীয় সিরিয়াল বন্ধ' নিয়ে টিউন করেছিলাম, তারপর মনে হয় দুই-একটা টিউন করে নিজেই বন্ধ হয়ে গিয়েছিলাম। যাক সেকথা। কারন সমস্যা সমস্যাই রয়ে গেছে। রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকলে যা হয় আর কি!
কাজের কথায় আসা যাক। এ্যান্ড্রয়েড নিয়ে এটা আমার প্রথম টিউন। ধরুন আপনার চোখ পড়লো দারুন একটা এ্যান্ড্রয়েড এ্যাপস এর উপর। ডাউনলোড করতে গেলেন কিন্তু দেখলেন Google Play এর লিংক দেয়া। সেখান থেকে ইন্সটল করা মানে তেলওয়ালা বাঁশের মাথায় ওঠার চেষ্টা করা মাত্র। কারন আপনি apk ফাইল পাবেন না। অনেক ব্লগে তো Google Play এর লিংক দিলে তাকে সতর্ক করে দেয়া হয়।
নিজের কথাই বলি। শুধুমাত্র GPApp এর apk ফাইলের জন্য গিয়েছিলাম GP Customer Care-এ। GP=Great Phaakibuzz (গ্রেট ফাঁকিবাজ) যে, তা ভালভাবে প্রত্যক্ষ করলাম যখন কর্তব্যরত শুদ্ধভাষার মানবটি আমার হাতে বিভিন্ন লিংক ধরিয়ে দিলেন আর বললেন যে সেটা দেয়া সম্ভব নয়। সেদিনই  ঠিক করেছিলাম এর apk ফাইল আমি নিয়েই ছাড়ব, ইনশাল্লাহ্‌!
শুরু করি তাহলে:- আজ আপনাদের Screenshot এ ভরিয়ে দেব।
১। Google Play থেকে আপনার মনোনীত এ্যাপসটা ডাউনলোড ও ইন্সটল করে নিন। আগেই বলে রাখি apk আকারে Download করতে পারবেন না। কিন্তু apk ফাইল পাবেন।

২। এবার নিচের লিংক থেকে ফাইলটা ডাউনলোড ও ইন্সটল করে নিন।
লিংক 1 (apk)  1.44mb

অ থবা

লিংক 2 (zip) 1.2mb

Direct Link দিতে পারলাম না বলে দুঃখিত। 4shared লিংক দিলাম। যাদের 4shared এ Account নেই তারা কষ্ট করে আপাতত আমার নিচের Email Password ব্যবহার করুন।
Email: [email protected]
Password: abcd4321

৪। এবার সফওয়্যারটি ইন্সটল দিয়ে ওপেন করলে নিচের মত দেখতে পাবেন।


৫। যে সফওয়্যারটির apk ফাইল পেতে চান সেটি মার্ক করে Backup-এ ক্লিক করুন।
৬।এবার Memory Card এর Apps Backups ফোল্ডারে গেলেই আপনার কাঙ্ক্ষিত এ্যাপস এর apk ফাইল পেয়ে যাবেন।

ধন্যবাদ। সবাইকে। টিউনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

ফেসবুকে আমি

***বিঃদ্রঃ অনুগ্রহ করে কেউ Password টা পরিবর্তন করবেন না। কারন এটা আপনাদের সুবিধার জন্যই করেছি। আর Account-টাতে আমার কন্ঠের FL Studio দিয়ে Compose করে Record করা একটা গান আছে। সময় পেলে শুনে আসবেন ।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক সুন্দর পোস্ট ভাই। আপনার গানটা ও অনেক সুন্দর হয়েছে, পারলে আমাকে কারাওকে লিঙ্কটা দিয়েন। ধন্যবাদ…………………

    @Sohag: Karaoke/Instrumental এমনকি গানটার flp ফাইলও দিতে পারতাম। কি বলব ভাই, একবার ড্রাইভ ফরম্যাট হয়ে সবগেছে। শুধু গানটাই আছে। তবে একটা ইডিটেড ইন্সট্রুমেন্টাল দিতে পারব মনে হয়। তবে ওটা মেইনটা না।

      Level 0

      @Musician Mehedee: ওকে সমস্যা নেই, আমি খুজে নেব। ধন্যবাদ 🙂

Thanks. ভাই এই পর্যন্ত অনেক টিউনার ই 4shared link দিয়েছে কিন্তু আপনার মত এতো বিনয়ের সাথে ইমেইল আর পাসওয়ার্ড বলে দেই নি। আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।

    @ফ্রীওয়্যার সিজান: আপনাকও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

onek thanks vai

    @Reaz Ul Islam:আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

xplore (file explorer) install din ar automatic .apk file peye jan. Very easy!

vai mone kichu niyen na…apnar lokkho jodi hoye thake shudhu apk file ta pawa tahole bolbo apni khamokha 2 mile rasta par howar jonno 18 mile rasta ghure aslen…eta toh khub e sohoj bepar…beshir vag android device ei android assistant app ta installed thake r na thakleo seta playstore thekei namiye newa jay jokhon tokhon..karon eta sobsomoy e top list e thake…eta thekei toh sob kichu kora jay…eto jhamelay jete hoyna…jai hok koshto kore likhechen,notunder hoyto upokar hobe,tobe eto sohoj jinish eto critical na koratai hoyto sreyo.

r tachara ami apnar screenshotei dekhte pacchi j apni android assistant app ta use korchen already….tahole apk file pawar jonno shudhu shudhu eto koshto keno korlen setai ami bujhtechi na

    @sopnil sopno: আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। সত্য কথাই বলি, Android Assistant দিয়ে যে এটা করা যায় তা আমি সত্যিই জানতাম না। আসলে পদ্ধতি তো অনেক আছে। যে যেটা করে আর কি। আপনাকে আবারো ধন্যবাদ।