One Click Root Symphony W125, W65, W68 & Walton Primo F2 (150% Safe & Simple)

আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা ! ক্যামন আছেন সবাই?? আশা করি সবাই ভালোই আছেন !

আপনাদের দোয়ায় আবার ফিরে এলাম নতুন কিছু নিয়ে ! 🙂

আজকাল রুট ছাড়া মোবাইল যেনো চার্জার ছাড়া মোবাইল ! 😀 তাই রুট ছাড়া এন্ড্রোয়েড চালানো কল্পনাও করা যায় না !

তাই নিয়ে এলাম W125, W65, W68 & F2 ইউজার দের জন্য খুব সহজ একটি রুট প্রসেস !

তাহলে শুরু করা যাক...

যা যা লাগবেঃ

১) Framaroot 1.6.0 (2.0 MB)

http://www.sendspace.com/file/o3p8l7

২) BusyBox Pro

https://www.sendspace.com/file/xja632

কার্যধারাঃ

# প্রথমে ফ্রামারুট ইন্সটল করুন । অতঃপর ওপেন করুন ।

# এরপর Install SuperSu সিলেক্ট >> Boromir এ টাচ করুন ! দেখবেন Successed দেখাবে !

# এরপর ফোন টি Reboot করুন ! Reboot করার পরে দেখবেন আপনার App Drawer এ SuperSU নামে একটি এপ্লিকেশন এসেছে ! (নিচের স্ক্রিনশট গুলি দেখুন)

NOW UR ROOTING IS DONE !!

# এরপর উপরের দেয়া BusyBox Pro ইন্সটল সিন আপনার মোবাইল এ ! ইন্সটল হলে ওপেন করুন...ওপেন করলে SuperSu Box আসবে...সেখান থেকে Grant এ ক্লিক করবেন !

# এরপরে BusyBox লোড হওয়া শুরু করবে...১০০% লোড কমপ্লিট হলে, Install >> Normal Install (নিচের স্ক্রিনশট গুলি দেখুন)

আপনার প্রিয় এন্ড্রোয়েড টি এখন রুটেড !! ইনজয়...

ফেসবুকে আমি... http://www.facebook.com/itzsourabh

Level 0

আমি Sam Sourabh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for your post. I use W 35, Can it be applicable for my android?

ভাই, w20 কোন পদ্ধতি আছে? অনেকের ট্রিক দিয়ে চেষ্টা করেছি লাভ হয়নি।

    @Central Cyber Intelligence:
    w20 rooting er jnno Driver+PC lage vai 🙂

Level 0

Framaroot Apps নিয়ে টিউন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার জানা মতে সামান্য কিছু মডেল সাপোর্ট করে (মডেলগুলো নিছে দেয়া হল)।অনেক নতুন ক্রেতাগন মডেল পছন্দের পর জানতে চান তার পছন্দের মডেলের ফোনটি Framaroot.apk দিয়ে Root করা যায় কি/না? সেক্ষেত্রে, সঠিক তথ্য পাওয়া কষ্টকর। তাই, ক্রেতা/নতুন ব্যবহারীদের সুবিধার্থে উল্ল্যেখিত মডেল এর বাহিরে নতুন কোন মডেল-এ ব্যবহার করতে পারেন তা মন্তব্যতে উল্ল্যেখ করলে সবাই উপকৃত হবে।

Sony Xperia E C1505/Dual C1605
Sony Xperia L C210X
HTC One S
Samsung Galaxy Win I8552
Samsung Galaxy Core GT-I8262
Samsung Galaxy Proclaim S720C
Samsung Galaxy Young GT-S6312/GT- S6310 Samsung Lightray SCH-R940
Samsung Galaxy Camera EK-GC100 Samsung Galaxy Note 10.1 GT-N8000, GT-N8010, GT-N8013, GT-N8020
Samsung Galaxy Note 2 GT-N7100
Samsung Galaxy Note 2 LTE GT-N7105
Samsung Galaxy Note 8.0
Samsung Galaxy Note GT-N7000
Samsung Galaxy S GT-i9000
Samsung Galaxy S2 AT&T SGH-I777
Samsung Galaxy S2 Epic 4G Touch – SPH-D710
Samsung Galaxy S2 GT-I9100
Samsung Galaxy S3 GT-I9300
Samsung Galaxy S3 LTE GT-I9305
Samsung Galaxy Tab Plus GT-P6200/ GT-P6210
Samsung Galaxy Tab 7.7 GT-P6800/ GT-P6810
Samsung SGH-i997 Infuse 4G
Samsung Galaxy EK-GC100
Samsung Galaxy Note 10.1
Samsung Galaxy Note 2
Samsung Note 2 LTE
Samsung Galaxy Note 8.0
Samsung Note GT-N7000
Samsung Galaxy S GT-i9000
Samsung Galaxy S2 SGH-I777
Samsung Galaxy S2 Epic
Samsung Galaxy S2 GT-I9100
Samsung Galaxy S3 GT-I9300
Samsung Galaxy S3 LTE
Samsung Galaxy Tab Plus
Samsung Galaxy Tab 7.7
Samsung SGH-i997
Samsung Galaxy Young GT
Samsung Lightray SCH
Samsung Galaxy GT
Samsung S720C
Samsung Galaxy Win
Samsung Galaxy EK-GC100
Samsung Galaxy Note 10.1
Samsung Galaxy Note 2
Samsung Note 2 LTE
Samsung Galaxy Note 8.0
Samsung Note GT-N7000
Samsung Galaxy S GT-i9000
Samsung Galaxy S2 SGH-I777
Samsung Galaxy S2 Epic
Samsung Galaxy S2 GT-I9100
Samsung Galaxy S3 GT-I9300
Samsung Galaxy S3 LTE
Samsung Galaxy Tab Plus
Samsung Galaxy Tab 7.7
Samsung SGH-i997
Symphony Xplorer W68
Symphony Xplorer W71
Symphony Xplorer T8Q
Walton Primeo NX
Walton Primeo F2
Walton Primo H2
Walton Primo RX

    @imon_ctg:
    অনেক ধন্যবাদ।
    হুম, ফ্রামারুট দিয়ে শুধু MT65xx Chipset এর হ্যান্ডসেট রুট করা যায় 🙂

Level 0

এটি শুধু Framaroot v1.8.0.apk ক্ষেত্রে (তবে সব নই)। Framaroot v1.7.0.apk ক্ষেত্রে Huawei cipset সাপোর্ট করে তবে সব নই! Framaroot v1.6.0.apk ক্ষেত্রে Huawei k3v2 cipset সাপোর্ট করে|

    @imon_ctg:
    যেহেতু বাংলাদেশী নন ব্র্যান্ড সেট গুলা MT65xx…তাই সেক্ষেত্রে এই এপটিই ভালো 🙂

      Level 0

      এজন্য ব্যবহারকারীদের ব্যবহারের পূর্বে ব্র্যান্ড & নন ব্র্যান্ড কোন কোন মডেল-এ কোন সমস্যা ছাড়া সূবিদাটি রয়েছে তা জানা খুবই প্রয়োজন।…….ধন্যবাদ

Level 0

I have complete rooting very easily by your methods but problem is that I can’t find default camera. Is there any problem? Please help.

    @faruk78:
    প্রবলেম তো হওয়ার কথা না, আমি সেদিন একজনের করে দিলাম W125!
    যদি ক্যামেরা না থেকে থাকে দেন টtry another ক্যামেরা app such aas ProCapture or Camera ZOOM FX

Level 0

For your information, I am using Symphony w125.

Level 0

All brothers..pls provide me the total system of root symphony w60.. CWM+ROOT…thnx

Level 0

It works. thank you brother.

vai BusyBox Pro (3.6 MB) er kaj ki ?? eta jodi ektu bolten.

@নাসিম বিন জসিম
BusyBox Pro is a plugin which is needed when u install a rooted app like Rom Toolbox pro, Greenify etc 🙂

প্রিয় তে রেখে দিলাম। এখন লাগবে না। আমি কিছু দিন আগে কিনেছি waltion primo f2. অরেন্টী সেশ হয়েগেলে root করবো।
আর আমার কিছু প্রশ্ন আছে, আমি root করলে কি কি সুভিধা পাবো ? আর রুট না করলে কি কি আসুভিধা হবে ?
রুট করলে কি সুধু রুট করা apps গুলাই use করতে পারবো ? নাকি রুট আর unrooT সব apps use করতে পারবো ! ?
**এমন কোন player আছে যেটা দিয়ে call করার সময় গান শুনা যাবে এবং শুনানো যাবে… ???**

    ভাই আমি নিজেই এফ২ ব্যবহার করি! এই প্রসেস এ আমি মোবাইল কেনার পরের দিনেই রুট করেছি!
    বিশ্বাস করেন, এই প্রসেস খুবই সেফ!
    আর ওয়ারেন্টির পরে রুট করা মানেই লস!
    আর রুট করেই দেখেন একবার, খুবই ভালো মানের এপস ব্যবহার করতে পারবেন!
    আর নষ্ট হবার কোন সুযোগ নাই!
    আনরুট ফোন এ মজা নাই রে ভাই…রূট করেন…অনেক Privileges পাবেন!
    হেল্প লাগলে ফেসবুক এ যোগাযোগ করবেন!
    ধন্যবাদ 🙂

    @ রাকিব:
    রুট করলে সব এপস ব্যবহার করতে পারবেন 🙂

    @রাকিব হাসান:
    ভাই আমি নিজেই এফ২ ব্যবহার করি! এই প্রসেস এ আমি মোবাইল কেনার পরের দিনেই রুট করেছি!
    বিশ্বাস করেন, এই প্রসেস খুবই সেফ!
    আর ওয়ারেন্টির পরে রুট করা মানেই লস!
    আর রুট করেই দেখেন একবার, খুবই ভালো মানের এপস ব্যবহার করতে পারবেন!
    আর নষ্ট হবার কোন সুযোগ নাই!
    আনরুট ফোন এ মজা নাই রে ভাই…রূট করেন…অনেক Privileges পাবেন!
    হেল্প লাগলে ফেসবুক এ যোগাযোগ করবেন!
    ধন্যবাদ 🙂

    @রাকিব হাসান:
    রুট করলে সব এপস ব্যবহার করতে পারবেন 🙂

actually ভাইয়া আমি সুনেছি যে রুট করলে নাকি ওয়ারেন্টি বাতিল হয়ে জাই ?

    root korun…phn er kichui hobe naa…trust me! 🙂

Level 0

Vi, ami symphony w125 use kori (new user) themes instol korte gale go luncher dekhay… ekhon ki korbu? help me…..

Thanks vai.onek onek thanks apnake onek root er best post ata.ami r amar friend aj symphony w68 root korlam apnar potdoti moto.akhon problem holo ami 3d root apk ti install dile set ti te wellcome logo asar por heng hoe thake.r kisui hoyna.bettari khule off korte hoy.amake jodi ager obostay firie anar upay bolten tahole khub upokar hoto.r cwm die w68 root korte chai.jate custom rom use korte pari. Amar kase userdata.backup fileta ase ja root menu theke nea

Level 0

Alhamdulillah………amar w125 root hoyese!!!!!

Walton h3 er jonno thakle deo…